today visitors: 5073432

তামিলনাড়ুতে ভারি বর্ষণ ও বন্যায় স্কুল-কলেজ বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের তামিলনাড়ুর দক্ষিণাঞ্চলীয় চারটি জেলা- তিরুনেলভেলি, তুতিকোরিন, টেনকাসি এবং কন্যাকুমারী এলাকায় ভারি বর্ষণে বন্যার সৃষ্টি হয়েছে। বন্যায় এসব জেলায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তাই স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম- ইন্ডিয়া ডট কমহিন্দুস্তান টাইমস এবং এনডিটিভি

এনডিটিভি তাদের প্রতিবেদনে জানিয়েছে, রাজ্যের তুতিকোরিন জেলায় ১৫ ঘণ্টায় ৬০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তিরুনেলভেলি জেলার পালায়ামকোট্টাইয়ে ২৬০ মিলিমিটার রেকর্ড করা হয়েছে। এছাড়া কন্যাকুমারীতে বৃষ্টিপাত হয়েছে ১৭০ মিলিমিটার। মুষলধারে বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে সোমবার সরকারি ছুটি ঘোষণা করা হয়। স্কুল, কলেজ, ব্যাংক, বেসরকারি প্রতিষ্ঠান এবং সরকারি খাতের সংস্থাগুলোও এদিন বন্ধ থাকবে।

তিরুনেলভেলি, থুথুকুডি এবং কন্যাকুমারী জেলার হাঁটু থেকে কোমর-পানিতে তলিয়ে গেছে পাপানাসাম, পেরুঞ্জনি এবং পেচুপারাই বাঁধ থেকে পানি ছেড়ে দেওয়ার কারণে থমরাপরাণী নদী এখন থমথমে।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) সোমবারও ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

দুর্যোগ মোকাবিলায় ৫০ সদস্য নিয়ে গঠিত দুটি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) দল তিরুনেলভেলি এবং তুতিকোরিন জেলায় ছুটে গেছে। রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনীর (এসডিআরএফ) তিনটি দল কন্যাকুমারী জেলায় মোতায়েন করা হয়েছে।

এছাড়া ক্ষতিগ্রস্ত এসব জেলায় মোতায়েন করা হয়েছে চার হাজার পুলিশ সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *