today visitors: 5073432

ওয়ানডে সিরিজ খেলা হচ্ছে না জেমিসনের

স্পোর্টস ডেস্ক :

আগে থেকেই শঙ্কায় ছিল বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে পেসার কাইল জেমিসনের খেলা নিয়ে। শেষ পর্যন্ত সেটিই হলো। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলেননি, এবার ছিটকে পড়লেন সিরিজ থেকেই। এমন কী বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও বিশ্রামে থাকবেন কাইল জেমিনসন।

গত সপ্তাহে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ করে বাংলাদেশ থেকে নিউজিল্যান্ড ফেরার পর জেমিসন বেশ ভালোভাবেই অনুভব করেন হ্যামস্ট্রিংয়ের চোট। তাই তাকে দলের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

জেমিনসনের পরিবর্তে বেন সিয়ার্সকে প্রথম ওয়ানডের আগে ব্যাক-আপ বোলার হিসেবে দলের সঙ্গে যুক্ত করা হয়। তবে এখন তিনি নেলসন এবং নেপিয়ারের বাকি দুই ম্যাচের জন্য স্কোয়াডে থাকবেন।

এ নিয়ে কিউই কোচ গ্যারি স্টেড বলেছেন, “সামনে অনেক খেলা আছে এবং আমরা নিশ্চিত করতে চাই যে জেমিনসনকে নিয়ে কোনও অপ্রয়োজনীয় ঝুঁকি না নিতে। তাকে আমরা সেরা সময়ের জন্য রেখে দিব।”

তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ জিতে ১-০ তে এগিয়ে আছে নিউজিল্যান্ড। ডানেডিনে সিরিজের প্রথম ওয়ানডেতে ৩০ ওভারের ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ২৩৯ রান করে কিউইরা। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২০০ রান করলে বৃষ্টি আইনে ৪৪ রানে হারে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *