বিনোদন ডেস্ক :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ নৌকা প্রতীক পেলেন। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলামের কাছ থেকে নৌকা প্রতীক সংগ্রহ করেন তিনি।
প্রতীক সংগ্রহের পর চিত্রনায়ক ফেরদৌস বলেন, বিকেল ৩টায় রাজধানীর নিউমার্কেট এলাকায় নির্বাচনি প্রচারণা শুরু করবেন। প্রধানমন্ত্রী আমাকে নৌকা দিয়েছেন, এটা আমার জীবনের বড় সফলতা। নির্বাচনে জয়ী হয়ে আমি ঢাকা-১০ আসনের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করব। যে উন্নয়ন হয়েছে সে ধারা অব্যাহত রাখার জন্য আমি কাজ করে যাব।
তিনি আরও বলেন, নির্বাচনে অংশ নেওয়া সবার গণতান্ত্রিক অধিকার। কিন্তু বিএনপি সেই নির্বাচনে অংশ নেয়নি। এখানে আমাদের কিছু করার নেই। আমি আশা করছি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে।
প্রতীক বরাদ্দের সময় ফেরদৌসের সঙ্গে অতিরিক্ত লোকজন থাকা প্রসঙ্গে ফেরদৌস বলেন, আমার আচরণবিধি লঙ্ঘন হয়নি। এখানে যাদের দেখছেন অনেককেই আমি চিনি না। আমাকে ভালোবাসেন বলে অনেকে দেখতে আসতে পারেন।
উল্লেখ্য, ঢাকা-১০ আসনে ফেরদৌসের সঙ্গে লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় পার্টির মোহাম্মদ শাহজাহান।
Leave a Reply