স্পোর্টস ডেস্ক :
সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে দিয়ে যুব এশিয়া কাপের চ্যাম্পিয়ন হিমেবে নাম লেখাল বাংলাদেশ। রোববার (১৭ ডিসেম্বর) ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগার যুবারা।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওপেনার আশিকুর রহমান শিবলির দুর্দান্ত সেঞ্চুরিতে ৮ উইকেট হারিয়ে টাইগার যুবারা সংগ্রহ করে ২৮২ রান।
১৪৯ বলে ১২টি চার ও একটি ছক্কাসহ ১২৯ রান করেন শিবলি। তিনে নেমে চৌধুরী মো. রিজওয়ান করেন ৬০ রান। চারে নামা আরিফুল ইসলাম খেলেন ৪০ বলে ৫০ রানের ইনিংস। শেষে অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি সংগ্রহ করেন ১১ বলে ২১ রান।
জবাবে মাঠে নেমে ২৪.৫ ওভারে ৮৭ রান করেই অলআউট হয় স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। তাদের সর্বোচ্চ সংগ্রহ ছিল ধ্রুব পরোশর ২৫ রান, আর দলের দ্বিতীয় সর্বোচ্চ ১১ রান করেন তিনে নামা আকসাত।
এতে ১৯৫ রানের বিশাল ব্যবধানে চ্যাম্পিয়ন ট্রপি ছুঁতে না পারার গ্লানি নিয়ে মাঠ ছাড়তে হয় সংযুক্ত আরব আমিরাতকে।
Leave a Reply