today visitors: 5073432

নিউজিল্যান্ডে ঠান্ডার অজুহাত না দিয়ে জিততে চায় টাইগাররা

স্পোর্টস ডেস্ক:

নিউজিল্যান্ডের ঠান্ডা নিয়ে অজুহাত দিতে চাচ্ছেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। শনিবার দিনগত রাত চারটার ম্যাচে বরং জিততেই চান টাইগার দলপতি।

শনিবার তিনি সাংবাদিকদের বলেন, কন্ডিশন তো একটু ঠান্ডা। তবে আমার মনে হয়, এই অজুহাত আমরা কেউই দিতে চাই না। কারণ, এর আগেও এখানে আমরা এসেছি। এই সম্পর্কে আমাদের ধারণা আছে। আশা করছি, খুব বেশি সমস্যা হবে না।

নাজমুল বলেন, এখানে সাধারণত পেস বোলারদের বেশি সাহায্য থাকে। তবে এই বিষয়ে খুব বেশি তথ্য দিতে চাই না। এটা গোপনীয় বিষয়।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে রাতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ডানেডিনে ম্যাচ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশকে ২৬ রানে হারিয়ে আত্মবিশ্বাসী টাইগাররা। প্রথম ম্যাচকে সামনে রেখে শনিবার শেষবার অনুশীলন করেছে শান্তর দল।

স্পোর্টিং উইকেটে খেলবে টিম টাইগার্স যেখানে গড় রান হয় ২৬০। অবশ্য, অতীত হিসাব-নিকাশে এগিয়ে ব্ল্যাক ক্যাপরা। দু’দলের ৪২ বারের দেখায় মাত্র ১০টি জিতেছে বাংলাদেশ। কিউইদের জয় ৩১টিতে।

এছাড়া বাংলাদেশ দল নিউজিল্যান্ডের মাটিতে ১৬টি ওয়ানডে খেলে একটিতেও জয়ের দেখা পায়নি। টি-টোয়েন্টিতেও ৯ ম্যাচ খেলে জয়শূন্য।

বাংলাদেশ দলকে অভিজ্ঞ ক্রিকেটারদের ছাড়াই সিরিজটা খেলতে হচ্ছে। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন নেই। সুযোগ দেওয়া হয়েছে সৌম্য সরকার, এনামুল হকদের।

নিউজিল্যান্ড ওয়ানডে দল: টম লাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, মার্ক চাপম্যান, বেন সিয়ার্স, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, কাইল জেমিসন, এডাম মিলনে, হেনরি নিকোলস, উইল ও’রউর্ক, রাচিন রবীন্দ্র, ইশ সোধি এবং উইল ইয়ং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *