today visitors: 5073432

দুর্নীতির অভিযোগে পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক :

দুর্নীতির অভিযোগে পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সাবেক জ্যেষ্ঠ নেতা ফাওয়াদ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ইসলামাবাদের বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) পরোয়ানার ভিত্তিতে ফাওয়াদ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। এনএবি চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল (অব.) নাজির আহমেদ ফাওয়াদ চৌধুরীকে গ্রেপ্তারি পরোয়ানায় স্বাক্ষর করেন। খবর দ্য ডন’র।

এরপর তাকে আদিয়ালা কারাগার থেকে হেফাজতে নেওয়া হবে, যেখানে তিনি প্রতারণার মামলায় বন্দি ছিলেন।

পিটিআইয়ের সাবেক নেতা ফাওয়াদ চৌধুরী দলের চেয়ারম্যান ইমরান খানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। চলতি বছরের ৯ মে আদালত চত্বর থেকে ইমরান খানকে গ্রেপ্তারের পর পিটিআই থেকে পদত্যাগ করেন ফাওয়াদ।

ন্যাবের এক কর্মকর্তা জানিয়েছেন, ফাওয়াদ চৌধুরির বিরুদ্ধে ৫০ লাখ রুপি ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। গত ৪ নভেম্বর এ সংক্রান্ত একটি মামলাও হয়েছে তার বিরুদ্ধে।

এদিকে, ফাওয়াদ চৌধুরীর স্ত্রী হাইবা চৌধুরী বলেন, ‘কোনো কারণ ছাড়াই ফাওয়াদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তাও আমরা জানি না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *