বিনোদন ডেস্ক :
বর্তমানে কয়েকদিন পর পরই তারকাদের মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে আসছে শোবিজ অঙ্গনে। এবার মঞ্চে গান গাইতে গাইতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ব্রাজিলিয়ান গায়ক পেড্রো হেনরিক। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৩০।
আমেরিকান এক গণমাধ্যমের প্রতিবেদন হতে জানা গেছে, ব্রাজিলের ফেইরা দে সান্তানা শহরে একটি ধর্মীয় অনুষ্ঠানে ‘ভাই সের তাও লিন্ডো’ পারফর্ম করছিলেন পেড্রো হেনরিক। আর সেখানেই পারফর্ম করার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন ব্রাজিলিয়ান এই গায়ক।
পেড্রো হেনরিক যখনই তার মাইক্রোফোনটি মুখের কাছে নিয়ে আসেন, তখন হঠাৎ করেই নিজের ভারসাম্য হারিয়ে পেছনে পড়ে যান।
সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তারা জানান, মঞ্চে গান গাইতে গাইতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান পেড্রো হেনরিক।
মৃত্যুর সময় পেড্রো হেনরিক তার স্ত্রী সুইলান ব্যারেটো ও দুই মাস বয়সি কন্যা জোকে রেখে গেছেন। তার জন্মস্থান পোর্তো সেগুরো শহরে শেষকৃত্য সম্পন্ন হবে এই গায়কের। তবে সাও পাওলোর গুয়ারুলহোসে বসবাস করতেন পেড্রো হেনরিক।
এর আগে ২০২২ সালে কলকাতার নজরুল মঞ্চে পারফর্ম করার সময় গুরুতর অসুস্থ হয়ে মারা যান জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে।
Leave a Reply