স্পোর্টস ডেস্ক:
দশজনের দল নিয়েও ইংলিশ প্রিমিয়ার লিগে জিতেছে টটেনহ্যাম। নটিংহ্যাম ফরেস্টকে ২-০ গোলে হারিয়েছে স্পার্স। তবে ১-১ গোলে সিরিআয় জেনোয়ার সঙ্গে ড্র করেছে জুভেন্টাস।
শুরু থেকেই আধিপত্য নিয়ে নটিংহ্যামের সঙ্গে খেলেছে টটেনহ্যাম। গোলের জন্য বিরতির আগ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে টটেনহ্যামকে। দারুণ হেডে ডেডলক ভাঙ্গেন রিচার্লিসন। ব্রাজিলিয়ান স্ট্রাইকারের এটি তৃতীয় গোল। ৬৫ মিনিটে লিড বাড়ান কুলুসেভস্কি। এরপর লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয় বিসোমাকে। এরপর দশজনের দলে পরিণত হয় টটেনহ্যাম। তবে তা কাজে লাগাতে পারেনি ফরেস্ট। ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে স্পার্স।
সিরি আয় এগিয়ে যায় জুভেন্টস। তবে থেকে যায় জয়বঞ্চিত। ২৮ মিনিটে ফেদেরিকো কিয়েসা পেনাল্টির মাধ্যমে তুরিনের ওল্ড লেডিদের এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধ্বের শুরুতে জেনোয়াকে সমতায় ফেরান গুয়োমুন্দসন। ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে জুভিরা। এক ম্যাচ কম খেলা ইন্টার মিলান এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে উঠে আসে।