today visitors: 5073432

এশিয়ায় ঢুকতে চায় ন্যাটো, সংঘর্ষ ডেকে আনবে বলছে চীন

আন্তর্জাতিক ডেস্ক:

পশ্চিমা দেশগুলো উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটের (ন্যাটো) কার্যক্রম এশিয়া পর্যন্ত বিস্তৃত করার চেষ্টা করছে জানিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ন্যাটোর এ সম্প্রসারণ এশিয়ায় সংঘর্ষ ডেকে আনবে।

শুক্রবার বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে একথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। খবর ল্যাটিন প্রেসের।

মাও বলেন, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ন্যাটোর পূর্বমুখী অগ্রযাত্রা অসঙ্গতিপূর্ণ।

ন্যাটো এশিয়ায় সংঘর্ষ ডেকে আনবে উল্লেখ করে তিনি বলেন, জোটটি এশিয়ার আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করবে।

এসময় চীন-রাশিয়া সম্পর্ক নিয়ে তিনি বলেন, চীন-রাশিয়া সম্পর্ক সংঘাতমুক্ত এবং কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে পরিচালিত নয়। চীন-রাশিয়া পারস্পরিক সম্মান, সমতা এবং ভাগ করে নেয়া সুবিধার ভিত্তিতে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলে। যা উভয় জনগণের মঙ্গল এবং বিশ্বে অভিন্ন উন্নয়ন ও অগ্রগতির প্রচারে ইতিবাচক ভূমিকা পালন করেছে।

সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন জোটটি এশিয়ায় তাদের কার্যক্রম সম্প্রসারিত করার চেষ্টা করছে।

এর আগে জাপানে একটি লিয়াজোঁ অফিস (মৈত্রী দপ্তর) খোলার পরিকল্পনার কথা জানিয়েছিল ন্যাটো সামরিক জোট। এর পরপরই ন্যাটোর অন্যতম সদস্য দেশ ফ্রান্স এর বিরোধিতা করে। পাশাপাশি ন্যাটোর এ উদ্যোগের নিন্দা জানায় চীন, রাশিয়া ও উত্তর কোরিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *