আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের গাজা উপত্যকায় দুই মাসেরও বেশি সময় ধরে চলা ইসরাইলি সামরিক বাহিনীর হামলায় অন্তত ৬৩ জন সাংবাদিক নিহত হয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে।
বুধবার নিউইয়র্কভিত্তিক অলাভজনক সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট (সিপিজ) এই তথ্য জানিয়েছে।
সিপিজে বলছে, হামাস-ইসরাইল সংঘাত শুরু হওয়ার প্রথম দিন, অর্থাৎ অক্টোবর মাসের ৭ তারিখ থেকে ডিসেম্বর মাসের ১৩ তারিখ পর্যন্ত গাজায় ৬৩ জন সাংবাদিক নিহত হয়েছেন। তাদের মধ্যে ৫৬ জন ফিলিস্তিনি, চারজন ইসরাইলি এবং তিনজন লেবানিজ।
এছাড়াও এ সংঘাতে ১১ জন সাংবাদিক আহত হয়েছেন। তিনজন নিখোঁজ এবং ১৯ জনকে আটক করেছে ইসরাইল।
সংস্থাটি বলছে, বেশ কয়েকজন সাংবাদিক নিহত বা গ্রেপ্তার হওয়ার খবর পাওয়া গেছে। কিন্তু এসব তথ্য এখনও নিশ্চিত করা যায়নি।
এদিকে গাজায় কর্মরত সাংবাদিকদের ওপর একাধিক হামলা, হুমকি, সাইবার আক্রমণ, নিষেধাজ্ঞা এবং অনেকের পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছে।
নিহত সাংবাদিকদের নাম ও তাদের বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে একটি তালিকাও প্রকাশ করেছে সিপিজে।
এর আগে অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এতে এখন পর্যন্ত প্রায় ২১ হাজারের ফিলিস্তিনি নিহত হয়েছে, যার অধিকাংশই শিশু ও নারী।