today visitors: 5073432

রোজা যে তারিখ থেকে শুরু হতে পারে

নিজস্ব প্রতিবেদক:

ইসলাম ধর্মের পবিত্রতম মাস রমজান। এই মাসে মুসলমানরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখেন। আর মাত্র তিন মাস পরেই শুরু হতে যাচ্ছে রহমত, বরকত ও মাগফিরাতের এই মাস। তবে, চাঁদ দেখার আগে নির্দিষ্ট করে তারিখ জানা না গেলেও জোতির্বিদ্যার সাহায্যে রমজানের সম্ভাব্য তারিখ আগেই অনুমান করা যায়।

 দুবাই ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্টের (আইএসিএডি) জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে পরবর্তী রমজান মাস শুরু হবে ২০২৪ সালের ১২ মার্চ (মঙ্গলবার)। শেষ হতে পারে ৯ এপ্রিল।

খালিজ টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, এবার রমজান মাস ২৯ দিনে শেষ হবে বলে আশা করা হচ্ছে। সেটি হলে আমিরাতে ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী ১০ এপ্রিল।

এদিকে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেদিন রোজা শুরু হয়, বাংলাদেশে সাধারণত তার পরের দিন শুরু হয়। সেই হিসাবে, বাংলাদেশে আগামী ১৩ মার্চ থেকে রমজান মাস শুরু হতে পারে। সেক্ষেত্রে ঈদুল ফিতর উদযাপিত হবে ১১ এপ্রিল। তবে, সবকিছু চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *