নিজস্ব প্রতিবেদক:
ডেভিড ওয়ার্নারের চিরাচরিত উদযাপন, মাটি থেকে কয়েক হাত লাফিয়ে উঠে ব্যাট উপরের দিকে উঠিয়ে ওয়ার্নার জানান দিলেন তিনি ফুরিয়ে যাননি। গত এক বছর ধরে সাদা পোশাকের ক্রিকেটে সেঞ্চুরির দেখা না পাওয়ায় সমালোচনা উঠেছিল, টেস্ট দল বাদ দেওয়ার কথাও উঠেছিল।
কিন্তু ওয়ার্নার সেসবকে ভুল প্রমাণ করেছেন। পার্থে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমে শুরুতে উসমান খাজা (৪১), মার্নাস লাবুশেন (১৬) আর স্টিভেন স্মিথ ৩১ রান ফিরলেও স্মিথ আগলে রাখেন একপাশ।
সব প্রতিকূল পরিস্থিতিকে পাশ কাটিয়ে দুর্দান্ত এক সেঞ্চুরিতে প্রথম দিনের আলোর পুরোটাই জুড়ে কেড়ে নেন ওয়ার্নার। সেই সেঞ্চুরিকে রূপ দিতে চেয়েছিলেন ডাবল সেঞ্চুরিতে। এগোচ্ছিলেনও সেভাবেই তবে আঁটকে যেতে হয়েছে দলীয় ৩২১ রানের মাথায় ১৬৪ রান করে।
ওয়ার্নারের দেড়শ রানের ইনিংসে ছিল ১৬টি চার ও ৪টি ছক্কা। বলা যায় টেস্ট ম্যাচে ওয়ানডের স্বাদ দিয়েছেন এই অজি ওপেনার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৫ উইকেটে ৩২৮ রান। ব্যাট করছেন মিচেল মার্শ ও অ্যালেক্স ক্যারি।
Leave a Reply