নিজস্ব প্রতিবেদক:
ভারতে পার্লামেন্টের স্বাভাবিক কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটানোর দায়ে ১৫ বিরোধী দলীয় এমপিকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ১৪ জন লোকসভার ও একজন রাজ্যসভার এমপি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার পার্লামেন্টের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ার ঘটনার একদিন পর বৃহস্পতিবার ১৫ এমপিকে বহিষ্কার করা হলো।
পার্লামেন্টের নিম্নকক্ষ অর্থাৎ লোকসভা থেকে বহিষ্কার হওয়া ১৪ এমপির মধ্যে ৯ জন প্রধান বিরোধী দল কংগ্রেসের, দুইজন সিপিএম, একজন সিপিআই ও বাকি দুইজন ডিএমকের।
এদিকে ‘ঔদ্ধত্যপূর্ণ আচরণের’ দায়ে পার্লামেন্টের উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভা থেকে তৃণমূল কংগ্রেস এমপি ডেরেক ও'ব্রায়েনকে বহিষ্কার করা হয়েছে।
কংগ্রেসের রাজ্যসভার এমপি কেসি ভেনুগোপাল বহিষ্কারের এ সিদ্ধান্তকে ভয়াবহ ও অগণতান্ত্রিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।
এর আগে গত ৪ ডিসেম্বর লোকসভায় শীতকালীন অধিবেশন শুরু হয়। বুধবার অধিবেশন শুরু হওয়ার পরপরই নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘন করে দুই বিক্ষোভকারী পার্লামেন্ট ভবনের ভেতরে ঢুকে পড়ে এবং আইনপ্রণেতাদের টেবিলের ওপর উঠে ক্যানিস্টার স্প্রে করে।
এ নিয়ে বিরোধী দলগুলো বৃহস্পতিবার লোকসভা এবং রাজ্যসভায় নিরাপত্তা ত্রুটির প্রতিবাদ জানায় এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করে তোলপাড় সৃষ্টি করে।
এসময় হট্টগোল সৃষ্টির অভিযোগে কংগ্রেস এমপি টিএন প্রথাপন, হিবি ইডেন, জোতিমনি, রাম্য হরিদাস এবং ডিন কুরিয়াকোসকে শীতকালীন অধিবেশনের বাকি কার্যক্রমের জন্য বরখাস্ত করেন লোকসভার স্পিকার। এরপরও হট্টগোল না থামলে আরও ৯ এমপিকে শীতকালীন অধিবেশন থেকে বরখাস্ত করা হয়েছে।