today visitors: 5073432

বিপিএল দিয়ে মাঠে ফিরতে চান সাকিব

নিজস্ব প্রতিবেদক:

নির্বাচনের মাঠ থেকে খেলার মাঠে ফিরতে আর কিছুদিনের অপেক্ষা। বিপিএল দিয়েই সাকিবের আবারো মাঠে ফেরার ইচ্ছা। যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে নিজেই জানিয়েছেন সেই কথা। শুধু তাই না, নির্বাচনে জিতলে পুরো সময় নিজের এলাকা আর জাতীয় দলকেই দিতে চান বিশ্বসেরা অলরাউন্ডার।

আঙ্গুলের চোট এখনো সারেনি; তাতে কি… এমন সুযোগ পেলে লোভ সামলানোটা তো যে কারো জন্য কঠিন। আর সাকিব তো ব্যাট বল ধরেন না সেই কতদিন। তাইতো চার দেয়ালের মাঝে এই সময়টুকুই দেশসেরা অলরাউন্ডারের জন্য রঙিন।

জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু হতে এখনো ৬ দিন বাকি। সেই ফাঁকেই ছুটে গেলেন যুক্তরাষ্ট্রে পরিবারকে সময় দিতে। সেখানেও ছুটতে হচ্ছে বিশেষ অনুরোধে আর আমন্ত্রণে। অথচ এই সময়টাতে টিমমেটরা ব্যস্ত নিউজিল্যান্ডে সফর নিয়ে। ইনজুরির ধকল আর নির্বাচনের ব্যস্ততার মাঝে সাকিব প্রিয় ক্রিকেট কতটা মিস করছে?

জাতীয়  নির্বাচনে নাম লেখানোর পর অনেকের চিন্তা সাকিবের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে। ভোটে মাঠে জিতে গেলে ব্যস্ততা যে বেড়ে যাবে। সাকিব কি তবে প্রিয় ক্রিকেটেই সময় কমিয়ে দিবে। সেই শঙ্কায় আশার বানী শোনা গেলো নাম্বার ওয়ানের কণ্ঠে।

দেশের জন্য, ভক্তদের জন্য অনেক দামি সাকিবের কথাগুলো। যত পরিচয়ই নামের পাশে যুক্ত হোক দিন শেষে ক্রিকেটার পরিচয়ই নাকি তার সবচেয়ে আপন।

নির্বাচনের পর হয়তো ব্যস্ততা বাড়বে, তবু সাকিবের ইচ্ছে ক্যারিয়ারের গোধুলী লগ্নে দারুণ কিছু সময় কাটাবেন তিন ফরম্যাটে।

যুক্তরাষ্ট্রে রিভারটেল টেলিকমের সৌজন্যে আয়োজিত এক অনুষ্ঠানে সাকিব মন খুলে কথা বলেন ক্রিকেট আর জাতীয় নির্বাচন নিয়ে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা–১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *