today visitors: 5073432

ফিলিপাইনের জাহাজে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য

নিজস্ব প্রতিবেদক:

ক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের বিরুদ্ধে চীনা জাহাজের হামলাকে অনিরাপদ ও উত্তেজনাপূর্ণ কৌশল বলে অভিহিত করেছে ব্রিটেন।

ব্রিটেনর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, হয়রানি, অনিরাপদ আচরণ এবং ভীতি প্রদর্শনের কৌশলসহ উত্তেজনা সৃষ্টি করে এমন যেকোনো পদক্ষেপের বিরোধিতা করে যুক্তরাজ্য। এই ধরনের কাজ ভুল অনুমানের ঝুঁকি বাড়ায় এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে।

এতে আরও বলা হয়, চীন ও ফিলিপাইন উভয়কেই অবশ্যই ২০১৬ সালের সালিসি আদেশ কার্যক্রমের ফলাফল মেনে চলতে হবে, যা উভয় পক্ষের জন্য আইনগতভাবে বাধ্যতামূলক।

লন্ডনে চীনা দূতাবাসের এক মুখপাত্র বলেছেন, বেইজিং যুক্তরাজ্যের ‘ভিত্তিহীন অভিযোগের’ তীব্র বিরোধিতা ও তীব্র নিন্দা জানায়।

দূতাবাসের ওয়েবসাইটে পোস্ট করা মন্তব্যে বলা হয়েছে, দক্ষিণ চীন সাগরে চীনের আঞ্চলিক সার্বভৌমত্ব, সামুদ্রিক অধিকার ও স্বার্থের প্রতি সম্মান প্রদর্শন, সমস্যা সৃষ্টি ও বিভেদ সৃষ্টি বন্ধ করতে আমরা ব্রিটিশ পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *