নিজস্ব প্রতিবেদক:
পোল্যান্ডের পার্লামেন্ট দেশটির প্রধানমন্ত্রী হিসেবে মধ্যপন্থী রাজনৈতিক দলের নেতা ডোনাল্ড টাস্ককে নির্বাচিত করেছে। সাবেক প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকির সরকার সোমবার পার্লামেন্টে আস্থা ভোটে হেরে যাওয়ার পর টাস্ক নির্বাচিত হলেন।
প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর নিজের এক্স অ্যাকাউন্টে এক পোস্টে ডোনাল্ড টাস্ক লিখেছেন, ‘রেডি, স্টেডি, গো!’
মধ্য ইউরোপের দেশ পোল্যান্ডের জনসংখ্যা প্রায় ৩ কোটি ৮০ লাখ। দেশটির ভোটারদের বড় একটি অংশই সোমবার পার্লামেন্টে সরকার পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। এর মধ্য দিয়ে জাতীয়তাবাদী রক্ষণশীল শাসন থেকে ইউরোপীয় ইউনিয়নপন্থী শাসনের দিকে ঝুঁকল দেশটি।
টাস্ক যে সরকারের নেতৃত্ব দিতে যাচ্ছেন, তা একটি রাজনৈতিক জোটের। জোটের দলগুলো আলাদাভাবে ভোট করলেও তারা টাস্কের নেতৃত্বে ‘গণতন্ত্রের মান পুনর্প্রতিষ্ঠা ও মিত্রদের সঙ্গে সম্পর্কোন্নয়নে’ কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।