today visitors: 5073432

চ্যাম্পিয়নস লিগ থেকে ম্যানইউর বিদায়

 

ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলে শীর্ষ চারের বাইরে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চ্যাম্পিয়নস লিগ অভিযানটাও ভালো হলো না। শেষ ষোলোতে যাওয়ার ক্ষীণ আশা থাকলেও বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরে আসর থেকে বিদায় নিল রেড ডেভিলসরা।

গতকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিনগত রাতে ওল্ড ট্রাফোর্ডে ‘এ’ গ্রুপের ম্যাচের ৭০ মিনিটে হ্যারি কেনের বাড়ানো বল আদায় করে ডান পায়ের শটে গোলের দেখা পান কিংসলে কোমান। ম্যাচের একমাত্র গোলটিতেই ম্যানচেস্টার ইউনাইটেডের গ্রুপপর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়।

বায়ার্ন মিউনিখের বিপক্ষে জিতলেও গ্রুপের অন্য ম্যাচটি চোখ রাঙাচ্ছিল ইউনাইটেডকে। চ্যাম্পিয়নস লিগের নকআউটে উঠতে জয়ের পাশাপাশি গ্যালাটাসারে-কোপেনহেগেনের ম্যাচ হতে হতো ড্র। তার একটিও হয়নি গতরাতে।

প্রথমার্ধ গোলশূন্য থাকলেও ৭০তম মিনিটে কিংসলে কোমানের গোল শেষ করে দেয় ম্যানইউ’র রাউন্ড অব সিক্সটিনের স্বপ্ন। বাকি সময়ে তেমন কোনো জোরালো আক্রমণ করতে না পারায় ১-০ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে বায়ার্ন। একই সময়ে শুরু হওয়া আরেক ম্যাচে গ্যালাটাসারের বিপক্ষে ৫৮তম মিনিটে লুকাস লেরাজেরের করা গোলে এগিয়ে যায় কোপেনহেগেন। লেরারেজর ৯০ মিনিটে লাল কার্ড দেখলেও কোপেনহেগেন শেষ পর্যন্ত ১-০ গোলে জিতেছে।

এদিকে, শেষ মুহূর্তের লক্ষ্যভেদে ইউনিয়ন বার্লিনের বিপক্ষে ৩-২ গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের সবকটি ম্যাচেই জয়ের ধারা অব্যাহত রেখেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। আর পর্তুগিজ ক্লাব ব্রাগার সঙ্গে ২-০ গোলের জয়ে পরের রাউন্ডে পা দিয়েছে নাপোলি। ছয় ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে টেবিলের শীর্ষে রিয়াল। সমান খেলায় নাপোলির পয়েন্ট ১০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *