দীর্ঘ ১৭ বছর ধরে ক্রিকেটের সঙ্গে সাকিব আল হাসান। জাতীয় দলের খেলা থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজি লিগ-সব জায়গাতেই তার উপস্থিতি চোখে পড়ার মতো। বর্তমানেও খেলছেন লঙ্কান প্রিমিয়ার লিগে। সবমিলিয়ে বাংলাদেশ ক্রিকেটে ধার জুড়ি মেলা ভার। তাইতো এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে সাকিবের কাধেই নেতৃত্বের ভার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপনের মতে, ক্রিকেটে সাকিবের চেয়ে সিরিয়াস নেই কেউ।
আজ সাকিবকে অধিনায়ক ঘোষণার পর বিসিবিপ্রধান বলেন, ‘ওর দক্ষতা নিয়ে তো কোনো সন্দেহ নেই। একটা জিনিস খুব ভালো লাগছে আমার। গত এক বছর ধরে দেখছি যেটা সেটা হচ্ছে, সাকিবের ব্যাপারে আমার যে সন্দেহ ছিল, এটা আমার ব্যক্তিগত কথা, ও কতটা সিরিয়াস, কোন খেলাটা খেলবে কিংবা খেলবে না… এখন দেখছি ওর চেয়ে সিরিয়াস কেউ নেই, ক্রিকেট নিয়ে।’
‘আমাদের যে পরিমাণ খেলা, সেগুলো তো খেলছেই, নিয়মিত খেলে যাচ্ছে। কানাডায় গেল, এখন আবার শ্রীলঙ্কায় গেল। এই যে এখন বিশ্বকাপে অধিনায়কত্বের দায়িত্ব, আমার কাছে মনে হয়, সে এখন টোটালি ফোকাসড অন ক্রিকেট। এটা আমাদের জন্য খুব বড় বিষয়। ওর সামর্থ্য ও সম্ভাবনা নিয়ে কখনও কারও সন্দেহ থাকার প্রশ্নই ওঠে না’- যোগ করেন নাজমুল হাসান পাপন।