বিনোদন ডেস্ক :
ভারতের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে কলকাতায় চলছে ২৯তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এবারের উৎসবে থিম কান্ট্রি স্পেন ও স্পেশাল কান্ট্রি অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ারই কিংবদন্তি পরিচালক ব্রুস বেরেসফোর্ডকে উৎসবে বিশেষ সম্মান জানিয়ে তার ছয়টি সিনেমা দেখানো হচ্ছে। ব্রুসও হাজির উৎসবে।
এক সংবাদ সম্মেলনে কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে তিনি জানিয়েছেন, প্রখ্যাত নির্মাতা সত্যজিৎ রায়ের অনেক ছবি তিনি দেখেছেন। তার মধ্যে একাধিক ছবি থেকে তিনি অনুপ্রাণিত।
তিনি বলেন, অস্ট্রেলিয়া ও ভারতের সাংস্কৃতিক আদানপ্রদান খুব বেশি নয়। আমার দেশে বাংলা সিনেমা সেরকম দেখানো হয় না। তাই সত্যজিৎ রায় আর মৃণাল সেনের কিছু সিনেমা ছাড়া বাংলা সিনেমা দেখার সুযোগ খুব একটা পাইনি। কিন্তু বাংলা সংস্কৃতি এবং সেখানকার সিনেমা নিয়ে আমার জানার আগ্রহ বেশ। সত্যজিৎ আমাকে খুব টানে। তিনি অন্যতম সেরা পরিচালক। তার সিনেমা থেকে আমরা ভারতীয় সংস্কৃতি সম্পর্কে জেনেছি। হলিউড স্টাইলে তৈরি ভারতীয় সিনেমা আমি দেখতে চাই না। আমি এমন সিনেমা দেখতে চাই যেখানে ভারতের কথা বলা হবে।
তিনি আরও বলেন, ভারতীয় অভিনেতা আমির খানের লগান আমি দেখেছি। সিনেমাটির অস্কার পাওয়া উচিৎ ছিল। আমি জানি না কেন সেটা থেকে তাকে বঞ্চিত করা হয়েছে।
জানা গেছে, কলকাতা উৎসবে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে একটি বিশেষ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যার মাধ্যমে ভারত আগামীতে অস্ট্রেলিয়ায় গিয়ে শুটিং করতে পারবে। একইভাবে অস্ট্রেলিয়াও কাজ করতে পারবে ভারতের সঙ্গে।