![](https://prothombulletin.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মো.ময়জুল ইসলাম:কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায়(৬ ডিসেম্বর) বিকেলে উত্তর কুলাউড়ায় জহুরা পারভীন নামের এক মহিলার কাছ থেকে যাদু(হিপনটাইস)করে গহনা ও নগদ টাকা হাতি নেয় প্রতারক চক্র।
জহুরা পারভীন সংবাদকর্মীদের জানান, তিনি ব্যাংক থেকে নেমে আসার সময় কেউ একজন টিস্যু ঝাড়া দেয় পরে তিনি আর কিছু জানেন না। কিছুক্ষণ পর স্বাভাবিক হওয়ার পরে দেখেন গহনা ও টাকা নেই।
Leave a Reply