মো:আলমগীর হোসেন বিশেষ প্রতিনিধি তারাকান্দা ময়মনসিংহ।
চিত্রনায়ক মেহেদী ১৯৭৩ সালের ২৯শে নভেম্বর কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানায় জন্মগ্রহণ করেন।
তার প্রকৃত নাম হচ্ছে নাজমুল হক শামীম।শিশু শিল্পী হিসেবে আশির দশকে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন।শিশু শিল্পী হিসেবে সিনেমায় তার নাম ছিলো মাস্টার শামীম। Bangladeshi films & entertainment news. শিশু শিল্পী হিসেবে প্রথম অভিনীত চলচ্চিত্রের নাম -জন্ম থেকে জ্বলছি।১৯৮১ সালে সিনেমাটির শুটিং শুরু হয়েছিলো।সিনেমাটি ১৯৮৩ সালে মুক্তি পেয়েছিলো।শিশু শিল্পী হিসেবে তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে:জন্ম থেকে জ্বলছি,নান্টুঘটক,জারকা,হাসু আমার হাসু,কাবিন,বিধাতা,ভাইবন্ধু,অন্যায়,নাগজ্যোতি,তিন বাহাদুর, চেতনা, নবাব ইত্যাদি।১৯৯৩ সালে তোজাম্মেল হক বকুল পরিচালিত “পাগল মন” চলচ্চিত্রে প্রথম নায়ক হিসেবে চিত্রনায়ক মেহেদী অভিনয় করেন।পরিচালক তার নাম নাজমুল হক শামীম থেকে পরিবর্তন করে সিনেমায় তার নাম মেহেদী দিয়েছিলো।”পাগল মন “সিনেমায় তার বিপরীতে তের/চৌদ্দ বছরের নায়িকা অন্তরা ছিলো।অন্তরা ও মেহেদীর এটাই ছিলো প্রথম চলচ্চিত্র।প্রথম ছবি ছিলো ব্যবসা সফল।এরপর তাদেরকে নিয়ে “বালিকা হলো বধূ” চলচ্চিত্র নির্মাণ করা হয়।শিশু শিল্পী হিসেবে মেহেদী সফল ছিলো।নায়ক হিসেবে ও প্রথম দিকে সফল ছিলো।যথেষ্ট মেধা ছিলো।অশ্লীলতা ও অশ্লীল পরিচালকের ফান্দে না পরলে আজকে তার ক্যারিয়ার অন্যরকম হতে পারতো।চিত্রনায়ক মেহেদী হাবিবুল্লাহ বাহার কলেজ থেকে বিএ পাশ করেন।ব্যক্তিগত জীবনে বর্তমানে ব্যবসা করেন।পুরান ঢাকার মেয়ে ফারজানাকে বিয়ে করেন।তাদের এক ছেলে ও এক মেয়ে আছে।
মেহেদী অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে:পাগল মন, বালিকা হলো বধূ,শত জনমের প্রেম,পরাণ কোকিলা,মর্যাদার লড়াই,অচেনা মানুষ,শুধু তোমারি,প্রিয়া আমার প্রিয়া,আমার চ্যালেঞ্জ ইত্যাদি।
Leave a Reply