মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
ঢাকার সাভারে কক্সবাজার থেকে আসা ১ হাজার পিস ইয়াবাসহ নুর আলম (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।
বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ শহিদুল ইসলাম।
গ্রেফতারকৃত নূর আলম ঢাকাসহ সাভার ও আশপাশের বিভিন্ন এলাকার মাদক কারবারিদের কাছে ইয়াবা বিক্রি ও সরবরাহ করতেন বলেও জানান সাভার মডেল থানা পুলিশের এই কর্মকর্তা।
সোমবার (৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৫ টায় ঢাকা আরিচা মহাসড়ক সংলগ্ন ল্যাবজোন হাসপাতালের সামনে থেকে ওই মাদক কারবারিকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
নূরে আলমের নামে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সোমবার দুপুরে তার রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়।
জানতে চাইলে সাভার মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ শহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে আসা ১ হাজার পিস ইয়াবা সহ নূর আলম নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। ৫ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।