today visitors: 5073432

সাইক্লোন মিগজাউমে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৭

মো: আরমগীর হোসেন বিশেষ প্রতিনিধি তারাকান্দা ময়মনসিংহ।

সাইক্লোন মিগজাউমের তাণ্ডবে ভারতের অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। টানা ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত রাজ্যগুলোর পরিস্থিতি। বুধবার (৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানায়।
প্রতিবেদনে বলা হয়, মিগজাউমের প্রভাবে সৃষ্ট ঝড়, ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে অন্ধ্রপ্রদেশের অন্তত ২৫টি গ্রাম। দেখা দিয়েছে ভূমিধসের শঙ্কা। ১৫ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে প্রশাসন। এখনও উত্তাল পরিস্থিতি বিরাজ করছে সাগরে। নতুন করে প্লাবিত হওয়ার শঙ্কায় বেশ কিছু এলাকা।
তবে আসন্ন ২৪ ঘণ্টা রাজ্যটিতে আরও ২’শ মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে বৃহস্পতিবার নাগাদ ভয়াবহতা কিছুটা কমবে বলে জানানো হয়েছে।
বৈরী আবহাওয়ার জেরে দেড়শ ট্রেন এবং ৪০ টির বেশি ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। এদিকে বিপর্যস্ত তামিলনাড়ুর বাসিন্দারাও। চেন্নাই শহরেও বন্যার পানিতে ব্যাহত হচ্ছে যান চলাচল।
আগামী ২৪ ঘণ্টায় আরও ৮ ইঞ্চি বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। ফলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা আবহাওয়াবিদদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *