today visitors: 5073432

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী মেহেদী সহ ২ জনকে গ্রেফতার৷

মো:আলমগীর হোসেন বিশেষ প্রতিনিধি তারাকান্দা ময়মনসিংহ।

গ্রেফতারকৃতরা হলেন, শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ মেহেদী হাসান (৩২), ও তার সহযোগি আসামী মোঃ ইসাহাক আলী (৩৪) এবং মোছাঃ রশিদা আক্তার (৩৮)।

৪ ডিসেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান চালিয়ে ১০৪ (একশত চার) গ্রাম হেরোইন ও একটি মটর সাইকেল এবং ০৫ টি মোবাইল ফোন সহ ওই ০৩ জন আসামীকে গ্রেফতার করে।

জানা যায়, মোঃ মেহেদী হাসান (৩২) দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিলো। সে শীর্ষ ও দুর্ধর্ষ মাদক ব্যবসায়ী। গোপন সোর্সের মাধ্যমে তার তথ্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আসে। গোপন তথ্য যাঁচাই বাছাই করে নিশ্চিত হয় যে, সে আন্ত:জেলা মাদক চক্রের একজন সদস্য ও পাইকারী হেরোইন ব্যবসায়ী এবং সে সীমান্তবর্তী জেলা চাপাইনবাবগঞ্জ হতে হেরোইন এনে ময়মনসিংহ, শেরপুর ও জামালপুর জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করে।

গত ০৪ ডিসেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কর্যালয় ময়মনসিংহ এর একটি টিম উপ-পরিচালক মোহাম্মদ খোরশিদ আলম এর নেতৃত্বে ত্রিশাল থানাধীন ১১ নং মোক্ষপুর ইউনিয়নের মোক্ষপুর নামাপাড়া গ্রামে আসামী মোছাঃ রশিদা আক্তার (৩৮) এর বসত ঘরে অভিযান পরিচালনা করে ১০৪ (একশত চার) গ্রাম হেরোইন, একটি মটর সাইকেল এবং ০৫ টি মোবাইল ফোন সহ আসামীদেরকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, ইতোপূর্বে ০১ নং আসামী মোঃ মেহেদী হাসান (৩২) এর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় (মামলা নং ৮১ (৮)২৩ ইং) ০১ (এক) কেজি হেরোইন ও ঢাকা মেট্রো গ-৩৫-২২১৪ নম্বর প্লেট বিশিষ্ট সিলবার কালারের AXIO নামীয় ০১ টি প্রাইভেটকার সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ “ক” সার্কেলে গ্রেফতার হয়েছিল।

আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে রিমান্ডের আবেদন করা হবে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হলে আরো গুরুত্বপূর্ন তথ্য পাওয়া যাবে।

আসামীর বিরুদ্ধে উপ পরিদর্শক মোর্শেদ আলম, বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় এবং অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *