রাজশাহী রিপোর্টার :
নূরুন নবী :
রাজশাহী মতিহার থানাধীন কাজলা এলাকার বাসিন্দা মোঃ মোমিন আলীর ছেলে, মোঃ নুর ইসলাম রুবেল এর সাথে প্রায় ১২ বছর পূর্বে মোসাঃ মেরিনা খাতুনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিবাহের পর থেকে রুবেল মেরিনা খাতুন কে বিভিন্ন সময় যৌতুকের টাকার জন্য শারীরিক নির্যাতন সহ অকথ্য ভাষায় গালাগালি করে আসছিল। মেরিনা খাতুন এর পিতা মাতা দারিদ্র ও অসহায়। তাদের পক্ষে রুবেলের দাবিকৃত ১ লক্ষ টাকা দেওয়া সম্ভব হয়নি। রুবেল দাবিকৃত ১ লক্ষ টাকা না দিতে পাড়ায় আরো বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে মেরিনা খাতুনের উপর। বিভিন্ন সময় যৌতুকের টাকার জন্য অমানবিক নির্যাতন করে থাকে রুবেল। প্রায় রাতে নেশা করে এসে মেরিনা খাতুন এর উপর শারীরিক নির্যাতন করে। মেরিনা খাতুন নুর ইসলাম রুবেলের ২ সন্তানের মা। প্রায় ৪ মাস পূর্বে মেরিনা খাতুনের ব্রেস্ট ক্যান্সার সনাক্ত হলে ডাক্তার অপারেশনের পরামর্শ প্রদান করেন। অপারেশনে জন্য অনেক টাকা প্রয়োজন হলে মেরিনা খাতুনের স্বামী রুবেল চিকিৎসা করতে অস্বীকৃতি জানায়, সেই থেকে মেরিনা খাতুনের উপরে অত্যাচারের মাত্রা আরো বাড়িয়ে দেয় রুবেল। মেরিনা খাতুন যখন জানতে পারে তার স্বামী পরকীয়ায় লিপ্ত। পরকীয়ায় লিপ্ত বিষয়টি রুবেলের কাছে জানতে চাইলে, তখন সে মেরিনা খাতুনকে চড় থাপ্পর মারে, এবং তার অপারেশন স্থানে সজোরে আঘাত করে, এবং তার বুকের ওপরে দুই পা দিয়ে লাথি মারে। এবং অপারেশনের স্থানে ঘুষি মারে। মেরিনা খাতুন মাটিতে লুটিয়ে পড়ে। ২৫/১১/২০২৩ তারিখে ডক্টর রোকসানা আক্তারের সহায়তায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে মেরিনা খাতুনকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। চিকিৎসা শেষ ওসিসি থেকে ছাড়পত্র নিয়ে ২৭/১১/২০২৩ ইং তারিখে রাজশাহী মহানগরীর মতিহার থানায় নারী শিশু আইনে একটি মামলা দায়ের করা হয়, যাহার মামলা নং ১৯/২৩২।
এই বিষয়ে জানতে চাইলে মতিহার থানার অফিসার ইনচার্জ আমাদেরকে জানাই যে রুবেলের নামে একটি নারী শিশু আইনের মামলা দায়ের করা হয়েছে। দ্রুত তাকে গ্রেফতার করতে আমরা সক্ষম হবো।