স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ ২ আসনের সাংসদ ও দ্বাদশ জাতীয় নির্বাচনের সতন্ত্র প্রার্থী জয়া সেনগুপ্তা বলেছেন এদেশ হিন্দু, মুসলমান, বৌদ্ধ খ্রিস্টানের। এদেশ সবার। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আমরা। আমরা বঙ্গবন্ধুর সৈনিক। আমরা কেউ নৌকার বিরুদ্ধে নই- নৌকার পেছনে যে অপকর্মে লিপ্ত রয়েছে আমরা সেই অপকর্মকারীর বিরুদ্ধে। আপনারা কেউ ভয় পাবেন না। অবাদ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। কেউ একগুণ আঘাত করলে প্রত্যাঘাত করব তিনগুণ। বিনা কারণে আমার একজন কর্মীর গায়ে হাত উঠালে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। আমরা সবাই বঙ্গবন্ধুর লোক, আমরা সবাই শেখ হাসিনার লোক, আমরা কেউ বিদ্রোহী নই। দ্বাদশ জাতীয় নির্বাচনেই জনপ্রিয়তার যাচাই হয়ে যাবে। ৬ ডিসেম্বর উপজেলা আ’লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে দুপুরে ঘুঙ্গিয়ারগাঁও গ্রামে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আ’লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট অবনী মোহন দাশ বলেন উপজেলা পরিষদ নির্বাচনে কীভাবে পাস করছেন আপনি ভুলে গেছেন? এবারের নির্বাচনে আর সেই সুযোগ দেওয়া হবে না। কেননা প্রত্যেক ঘরে ঘরে এখন সুরঞ্জিত সেন রয়েছে। আমাদের বডি এখন স্টিলের হয়ে গেছে। নির্বাচনে হুমকি-ধামকি, কোনো অনিয়ম কিংবা প্রশাসনের পাওয়ার দেখালে লালঘর দেখিয়ে দিব। আপনি করবেন উন্নয়ন! ৫ বছর আপনি কী উন্নয়ন করেছেন? আপনার রাজনীতির জন্ম হয়েছে ২০০৯ সালে। বিএনপির আমলে আপনি মামলা খেলেন কীভাবে? এসব মিথ্যা কথা বলে ভোট নিতে পারবেন না। প্রস্তুতি মূলক সভার সভাপতি ও শাল্লা ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার মিয়া বলেন ইউপি নির্বাচনে তিন তিনটা নৌকা ডুবাইছেন আপনি! এখন নিজেই নৌকা নিয়া আইছেন। নৌকা কীভাবে আনছেন আমরা তা জানি। জনগণ ৭জানুয়ারি বুঝাই দিব আপনারে। আপনি কন বিএনপির আমলে মামলা হামলার শিকার হইছেন। যদি প্রমাণ দিতে পারেন তাহলে চেয়ারম্যানি ছাইড়া দিমু। আর মানুষকে ভয় দেখাইয়া লাভ নাই। ভোটাররা এখন সব বুঝে! ভোট বুঝে শুনে দিবেন আপনারা। কারণ জলমহাল সব তার দখলে। কেউ মাছ মারতে পারবেন না। বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি মূলক সভায় নৌকার প্রার্থী আল আমিন চৌধুরীর উদ্দেশ্যে এসব কথা বলেন তারা।
উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক রান্টুলাল দাসের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন দিরাই উপজেলা আ’লীগের সহ সভাপতি সিরাজ উদৌল্লা, শাল্লা উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নওশের মনির, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক লুৎফর রহমান, সদস্য ও সাবেক শাল্লা ইউপি চেয়ারম্যান আব্দুল গণি মিয়া, আ’লীগের যুগ্ম সম্পাদক এমদাদুল হক, দপ্তর সম্পাদক অরিন্দম চৌধুরী, যুবলীগের তকবীর হোসেন, কৃষকলীগের সাবেক সভাপতি কাজল কান্তি চৌধুরী প্রমুখ। এসময় হাজারো নেতাকর্মী স্লোগান ও করতালির মাধ্যমে জয়া সেনগুপ্তাকে বরণ করে নেন।
Leave a Reply