শিশুর প্রতি যৌন শোষণ রোধে করণীয় নির্ধারণে গণমাধ্যম সংলাপ অনুষ্ঠিত

 

আরমান খান
যশোর জেলা প্রতিনিধি:

মঙ্গলবার সকালে যশোরের জয়তী সোসাইটির সম্মেলন কক্ষে অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি)-র আয়োজনে ডাচ মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স, নেদারল্যান্ডস এবং ফ্রি অ্যা গার্ল নেদারল্যান্ডস’র সহযোগিতায় ডাউন টু জিরো অ্যালায়েন্স বাংলাদেশ (স্টেপিং আপ দ্য ফাইট এগেইনস্ট চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়টেশন) প্রকল্পের আওতায় শিশুদের যৌন শোষণের মাত্রা, পরিধি এবং প্রেক্ষাপটের ওপর আলোকপাত করে এবং বাংলাদেশে শিশুদের যৌন শোষণ দূর করার জন্যে করণীয় নির্ধারণের ও সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণে গণমাধ্যম সংলাপ অনুষ্ঠিত হয়।
প্রকল্প সমন্বয়কারী সুব্রত কুমার পালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রেসক্লাব যশোর সভাপতি জাহিদ হাসান টুকুন স্বাগত বক্তব্য রাখেন এবং সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দৌল্লা।
আমন্ত্রিত অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক সারোয়ার হোসেন। উন্মুক্ত আলোচনায় অংশ নেন, সাংবাদিক ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, তৌহিদ জামান, এইচআর তুহিন, জুয়েল মৃধা, মনিরুল ইসলাম, ইন্দ্রজিৎ রায়, তামান্না ফারজানা চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্য নিশ্চিত করতে সকল শিশুর জন্যে নিরাপদ আবাস গড়ে তোলার জন্যে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই।
প্রকল্প সমন্বয়কারী আহসান উল্লাহ সরকার অংশগ্রহণকারীদের সামনে প্রকল্পের লক্ষ্য এবং কর্মসূচির কাঙ্খিত প্রত্যাশা তুলে ধরেন। বিজ্ঞপ্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *