নেত্রকোনা প্রতিনিধি প্রথম বুলেটিন
[𝟎6 𝐃𝐞𝐜𝐞𝐦𝐛𝐞𝐫 𝟐𝟎𝟐𝟑]
নেত্রকোণা জেলার গোয়েন্দা (পশ্চিম) শাখার বিশেষ অভিযানে নেত্রকোনা জেলার দূর্গাপুর থানাধীন কুল্লাগড়া ইউনিয়নের ছনগড়া সাকিনস্হ জৈনক হিটলার এর বাড়ীর পশ্চিম পাশে খালি জায়গা হইতে গত ০৫/১২/২০২৩ খ্রিঃ তারিখ ১৬:৪৫ ঘটিকার সময় টাকার বিনময়ে তাস দ্বারা জুয়া খেলার আসর হইতে নগদ ১৩৬০/ (এক হাজার তিনশত ষাট) টাকাসহ ০৫ (পাঁচ) জন জুয়ারীকে আটক করা হয়। উক্ত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা গ্রহন পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।
Leave a Reply