মোঃ নুর ইসলাম মৃধা স্টাফ রিপোর্টার
পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক ট্রেজারার দৈনিক প্রথম আলো’ পত্রিকার পটুয়াখালী প্রতিনিধি শংকর লাল দাস এর শতবর্ষী মাতা মনোরমা দাস মঙ্গলবার দিবাগত রাত ৩.২০ মিনিট পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় বার্ধক্য জনিত রোগে ইহলোক ত্যাগ করেছেন ( দিব্যান লোকান স্ব-গচ্ছতি)।
মৃত্যুকালে ৩ ছেলে ও ৪ মেয়েসহ বহু আত্মীয়স্বজন, গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে নতুনবাজার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সাংবাদিক শংকর দাস এর মাতার মৃত্যুতে পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী ও সাধারন সম্পাদক জাকারিয়া হৃদয় প্রেসক্লাবের সকল সদস্যদের পক্ষে গভীর শোক প্রকাশ করে স্বর্গীয়ার আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন সাংবাদিক নেতৃদ্বয়।
স্বর্গীয়ার মরদেহ তার নিজ বাসভবন নতুনবাজার মনোরমা প্লাজার ৪র্থ তলায় রাখা হয়েছে। তার বড় ছেলে অঙ্গশ্রী গিনি হাউজ এর স্বত্তাধিকারী পটুয়াখালী জেলা জুয়েলার্স মালিক সমিতির সভাপতি বিপুল দাস ও ছোট ছেলে ডাঃ লিটন দাসসহ মেয়েরা বিদেশে থাকায় তার মরদেহ ঢাকায় নিয়ে হিম ঘরে রাখা হবে। ছেলে- মেয়েরা আসার পর তার অন্তেষ্টিক্রিয়া ( সৎকার) করা হবে বলে পারিবারিক সূত্রে জানাগেছ।
Leave a Reply