জাহাঙ্গীর আলম সবুজ, মেহেরপুর সদর প্রতিনিধিঃ
আগামী ১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস পালন ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুরের গাংনীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশন (ভূমি) নাদির হােসেন শামীম, গাংনী থানার ওসি (তদন্ত) মনােজিত কুমার নন্দী,বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার ইমরান হােসেন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুনতাজ আলী, জেলা জাতীয় পার্টি (জেপি)’র সভাপতি আব্দুল হালিম, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু,গাংনী উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ইনামুল হক,গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম ।
এসময় উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
মহান বিজয় দিবসের শুরুতে রাত ১২টা ১ মিনিটে ৩১ বার তােপধ্বনি,এদিন সকাল ৭টার সময় গাংনী উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু বন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
সকাল ৯টার সময় গাংনী উপজেলা প্রশাসনের আয়ােজনে পুলিশ-আনসার ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গাংনী হাইস্কুল ফুটবল মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।
এদিন সকাল ১১টার সময় উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযুদ্ধের সংবর্ধনা অনুষ্ঠিত হবে। এদিন হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশ করা হবে। এবং স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের স্মরণে ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মােনাজাত ও প্রার্থনা করা হবে।
বিকেল ৩টা ৪৫ মিনিটে মুক্তিযােদ্ধা সংসদ ও উপজেলা প্রশাসনের মধ্যে প্রীতি ফুটবল খেলা গাংনী হাইস্কুল ফুবটল মাঠে অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় উপজেলা চত্বরে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এদিকে দিবসটি পালনে গাংনী উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও শিক্ষাপ্রতিষ্ঠান স্ব-স্ব উদ্যােগে দিবস পালন করবে। এছাড়াও বিভিন্ন সংগঠনের স্ব-স্ব উদ্যােগে দিবসটি পালন করবে।
এবং এর আগের দিন ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের
উদ্যোগে সকালের দিকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সেই সাথে আলােচনা সভা অনুষ্ঠিত হবে।
Leave a Reply