সিহাবুল আলম সম্রাট বিভাগীয় ব্যুরোচিফ রাজশাহী
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সদর কোম্পানি, র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল অদ্য ইং ০৫ ডিসেম্বর ২০২৩ তারিখ সময় ০২.৩০ ও ০৩.০৫ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন আসামী ১। মোঃ সবুজ হোসেন (৩২), পিতা- মোঃ সামছুল হক, সাং- নারিকেল বাড়িয়া, থানা- চন্দ্রিমা, রাজশাহী মহানগর এবং আসামী ২। মোঃ টিপু সুলতান (২৮), পিতা- মোঃ হায়দার আলী, সাং- ললিতাহার (খড়খড়ি), থানা- চন্দ্রিমা, রাজশাহী মহানগরীদ্বয়ের বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে ৮ কেজি গাঁজা সহ আসামী ১। মোঃ সবুজ হোসেন (৩২), পিতা- মোঃ সামছুল হক, সাং- নারিকেল বাড়িয়া, থানা- চন্দ্রিমা, রাজশাহী মহানগর এবং আসামী ২। মোঃ টিপু সুলতান (২৮), পিতা- মোঃ হায়দার আলী, সাং- ললিতাহার (খড়খড়ি), থানা- চন্দ্রিমা, রাজশাহী মহানগরী দ্বয়কে গ্রেফতার করে। অভিযান পরিচালনা কালে গ্রেফতারকৃত আসামী ১। মোঃ সবুজ হোসেন (৩২) এর বসতবাড়ির গোয়ালঘরের গরুকে পানি খাওয়ানোর চাড়ির নিচ হইতে ০৪ কেজি গাঁজা এবং আসামী ২। মোঃ টিপু সুলতান (২৮) এর শয়নকক্ষের ফলস্ ছাদ হতে একটি লাল ট্রলি ব্যাগের মধ্যে রক্ষিত ০৪ কেজি গাঁজা মোট ০৮ কেজি গাঁজা উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত আসামী ১। মোঃ সবুজ হোসেন (৩২), পিতা- মোঃ সামছুল হক, সাং- নারিকেল বাড়িয়া, থানা- চন্দ্রিমা, রাজশাহী মহানগর এবং আসামী ২। মোঃ টিপু সুলতান (২৮), পিতা- মোঃ হায়দার আলী, সাং- ললিতাহার (খড়খড়ি), থানা- চন্দ্রিমা, রাজশাহী মহানগরীদ্বয়কে উক্ত গাঁজা সংক্রান্তে জিজ্ঞাসাবাদে রাবের কাছে তারা জানায় যে, তারা একই সাথে মাদকদ্রব্য গাঁজার ব্যবসা করে এবং উক্ত মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে তারা নিজ হেফাজতে রেখেছিল।
গ্রেফতারকৃত উক্ত আসামি দ্বয়ের বিরুদ্ধে জব্দকৃত আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আরএমপি, চন্দ্রিমা থানায় এজাহার মুলে হস্তান্তর করেন।