আরমান খান
যশোর জেলা প্রতিনিধি :
যশোরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে কথিত নাশকতার মামলা দায়েরের পর আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। সংগঠনের ৬৩ নেতাকর্মীকে অভিযুক্ত করে আদালতে এই চার্জশিট দাখিল করেন কোতয়ালি থানা পুলিশের এসআই আনছারুল হক।
চার্জশিটে অভিযুক্ত হলেন, একরামুল কবির সুমন, রবিউল ইসলাম রবি, হুমায়ুন কবির, আনোয়ার হোসেন মিঠুন, রিয়াজ উদ্দিন, আব্দুল গফুর, আতিয়ার রহমান, একরাম আলী, রাজু, আনোয়ার হোসেন লাল্টু, তরিকুল, ইকবাল, মধু, মশিয়ার রহমান, তোতা, কবির, ওমর আলী বিশ্বাস, মাইদুর, চান মিয়া, আজাদ, রফিক, সিরাজ খা, সেলিম হোসেন, আব্দুল মান্নান, আব্দুল জলিল, তুহিন হোসেন, সেলিম হোসেন, শহর আলী, ইকবাল হোসেন, সফিয়ার রহমান, কাশেম, হারুন অর রশিদ, আমিনুর রহমান, বাপ্পী হোসেন, কামাল হোসেন, মুকুল হোসেন, রেজাউল, সুমন, শফিক, নাসিম রেজা পলাশ, জাহাঙ্গীর আলম, সাইফুল, নুর মোহাম্মদ, আব্দুর রহিম, ফারুক হোসেন, হাবিবুর রহমান, নাজমুল হুদা, ইব্রাহিম, সাকিব রায়হান, জাহিদুল ইসলাম, গোলাম হাসান সানি, রাশেদুল ইসলাম, আনোয়ার হোসেন, তৌহিদুল ইসলাম, হাফিজুর রহমান, আজিবর রহমান, রাসেল হোসেন, আশিক, মনিরুল ইসলাম, ইমামুল হাসান নান্নু, হাসান ও এসএম মোস্তাফিজুর রহমান কবির।
২০২২ সালের ৩ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই দিন আগে যশোর নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক একরামুল কবির সুমনসহ ৩৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করে কোতয়ালি থানায় মামলা করে পুলিশ। কোতয়ালি থানা পুলিশের তৎকালীন এসআই সেকেন্দার আবু জাফর মামলাটি দায়ের করেন। পরে তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানা পুলিশের এসআই আনছারুল হক আরও ২৪ নেতাকর্মীকে অন্তর্ভুক্তসহ মোট ৬৩ জনকে অভিযুক্ত করে আদালতে কথিত নাশকতার মামলার চার্জশিট দাখিল করেন।
Leave a Reply