জামাল উদ্দীন -কক্সবাজার প্রতিনিধি
গত ০৪ ডিসেম্বর ২০২৩ তারিখ রাত অনুমান ২৩.০০ ঘটিকায় র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে কতিপয় মাদক কারবারী দৌড়ে পালানোর চেষ্টাকালে শামসুল আলম নামে একজন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলায়নকৃত অপর চার মাদক কারবারীর নাম- ঠিকানা প্রকাশসহ সে তার সাথে থাকা বিভিন্ন রংয়ের প্লাস্টিকের বস্তার ভিতর মাদকদ্রব্য বিয়ার ও বিদেশী মদের বোতল মজুদ আছে বলে জানায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত মাদক কারবারীর হেফাজত হতে *সর্বমোট ৭৫ (পঁচাত্তর) টি বিদেশী মদের বোতল (০৮টি বোতলের গায়ে ইংরেজীতে GRAND ROYAL BLACK BLENDED WHISKY 43% alc VOL 700 ml ও ৬৭টি বোতল গায়ে ইংরেজীতে GLAN MASTER FINEST BLENDED WHISKY 43% VOL 70 CL লেখা আছে) এবং ৫৬০ (পাঁচশত ষাট) ক্যান বিয়ার (যার প্রতিটি ক্যানের গায়ে ইংরেজীতে ANDAMAN GOLD ALC 5% ABV LAGER BEER, PRODUCT OF MYANMAR লেখা আছে) উদ্ধার* করা হয়।
৩। গ্রেফতারকৃত মাদক কারবারীর বিস্তারিত পরিচয় *শামসুল আলম (৪৬)*, পিতা-আব্দুস সালাম, স্ত্রী-ফেরুজা খাতুন, সাং-জাহালিয়াপাড়া, লেঙ্গুরবিল, ০২নং ওয়ার্ড, টেকনাফ সদর ইউনিয়ন, টেকনাফ মডেল থানা, জেলা-কক্সবাজার বলে জানা যায়।
জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, গ্রেফতারকৃত এবং পলাতক মাদক কারবারীরা বিদেশী বিয়ার ও বিদেশী মদ বেশি দামে বিক্রির উদ্দেশ্যে উক্ত স্থানে অবস্থান করছিল।
৪। উদ্ধারকৃত বিদেশী মদ ও ক্যান বিয়ার’সহ গ্রেফতারকৃত এবং পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।#####