রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রাম,
কুড়িগ্রামের ফুলবাড়ী হতে লালমনিরহাট রোডে অটোবাইকের সাথে ট্রাক্টরের সংঘর্ষে সাংবাদিক সহ ৪ জন গুরুতর আহত হয়েছে। আহতদের মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ রাতেই আহতদের দেখার জন্য ফুলবাড়ী স্থাস্থ্য কমপ্লেক্সে যান। আহতদের মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রবিবার (০৩ ডিসেম্বর) সন্ধা ৭টার দিকে উপজেলার কবির মামুদ গ্রামের ফুলবাড়ী টু লালমনিরহাট সড়কে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, রবিবার সন্ধা ৭টার দিকে ফুলবাড়ী সদর থেকে একটি অটোবাইক ৩ জন যাত্রী নিয়ে লালমনিরহাটের দিকে রওনা দিলে ধরলার চর থেকে একটি বালুভর্তি ট্রাক্টর বেপরওয়া ভাবে এসে ফুলবাড়ী লালমনিরহাট সড়কের কবির মামুদ গ্রামে অটোবাইকের উপর উঠে এবং অটোবাইকটি দুমরে মুচরে যায়।
আহতরা হলেন, বাজারের মনছার আলীর ছেলে অটো চালক ফারুক, পানি মাছকুটি গ্রামের মৃত আলী আজগার আলীর ছেলে সাংবাদিক ইউনুছ আলী আনন্দ, চন্দ্রখানা গ্রামের শরিফ মিয়ার স্ত্রী রেশমা ও রংপুরের পিরগঞ্জ উপজেলার বড়দরগাহ মকিমপুর গ্রামের আর এফ এল কোম্পানীর কর্মি ওই গ্রামের ইদ্রিস আলীর ছেলে আব্দুর রহিমকে ক্ষতবিক্ষত হয়ে সড়কে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে এবং তাদের অবস্থা মুমুর্ষ হওয়ায় চিকিৎসক দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করেন। তারা প্রত্যেকেই এখন হাসপাতালে মৃত্যুর জন্য পাঞ্জা লড়ছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রানকৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা দ্রুত সেখানে পুলিশ পাঠিয়ে আহতদের স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তারা রংপুরে চিকিৎসা নিচ্ছেন।
ফুলবাড়ী উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডাঃ মোছাঃ হোমায়রা জানান, আহদের অবস্থা গুরুতর। তাদেরকে উন্নত চিকিৎসা সেবা প্রদানের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে। #
রফিকুল ইসলাম রফিক
কুড়িগ্রাম
মোবাইল ০১৯০৯২৫৫৩৪১
date 05-12-2023.