মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি।
চাঁপাইনবাবগঞ্জ, র্যাব-৫, রাজশাহী এর একটি বিশেষ আভিযানিক দল কর্তৃক ০৪ ডিসেম্বর ২০২৩ তারিখ রাত্রী আনুমানিক ০০:৩০ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন নন্দীপুর ইউনিয়নের বংপুর গ্রামস্ত এলাকায় মাদক ক্রয়/বিক্রয়ের অপরাধে আসামী ১। মোছাঃ মর্জিনা (৩০), স্বামী-ইদু, পিতা-মোঃ মোয়াজ্জেম, মাতা-মোছাঃ রহিমা বেগম, সাং-বংপুর, ২। মোঃ তৌফিজুল ইসলাম (৬০) পিতা-মৃত গিয়াস উদ্দিন, মাতা-মৃত ফাতেমা, সাং-বংপুর গাছপুকুর, ৩। মোঃ তরিকুল ইসলাম (৩৩), পিতা-মোঃ মফিজ উদ্দিন, মাতা-মোছাঃ জাহানারা বেগম, সাং-এনায়েতপুর, ৪। মোঃ আল আমীন (৩৫), পিতা-মৃত মন্টু আলী, মাতা-মৃত গোলেনুর বেগম, সাং-পশ্চিম জগৎ, সর্ব থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’ দেরকে গাঁজা ২.৪ কেজি, মোবাইল ফোন-০২টি, মোটরসাইকেল ০১টি সহ হাতেনাতে গ্রেফতার করে।
উল্লেখ্য, আটককৃত আসামীগণ একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র। তারা চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় খুচরা এবং পাইকারী মাদক সরবরাহ করত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন বংপুর গ্রামস্থ ধৃত আসামী মর্জিনা এর বাড়িতে র্যাব এর একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে ০১ কেজি গাঁজা সহ তাকে হাতেনাতে গ্রেফতার করে। উক্ত আসামি তার নিজ বসত বাড়ীতে গাঁজা রেখে খুচরা হিসেবে বিক্রি করত। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে আসামী মোঃ তৌফিজুল ইসলাম এর বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। তৌফিকুল এর বাড়ীতে অভিযান পরিচালনা করতে গেলে প্রথমেই বাড়ীর সামনে তরিকুল ও আল আমিন’কে গাঁজা ক্রয় করা অবস্থায় হাতেনাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষিদের উপস্থিতিতে তার বাড়ী তল্লাশি করে ১.৪ কেজি গাজা উদ্ধার করা হয়। উল্লেখ্য, যে আসামীদের নামে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় মামলা করা হয়েছে।