জামাল উদ্দীন -কক্সবাজার প্রতিনিধি:
র্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের গোলারপাড়া এলাকায় জনৈক সলিম উল্লাহ'র বসতঘরে কতিপয় মাদক কারবারী মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে ০৪ ডিসেম্বর ২০২৩ তারিখ অনুমান ০৬.৩০ ঘটিকায় র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে এক মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত মাদক কারবারীর দেহ ও তার বসতঘর তল্লাশী করে শয়ন কক্ষের সানসিট হতে *সর্বমোট ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার* করা হয়।
৩। গ্রেফতারকৃত মাদক কারবারীর বিস্তারিত পরিচয় *আনোয়ারা বেগম (৩৫)*, পিতা-মোঃ জহির আহাম্মদ, স্বামী-সলিম উল্লাহ, মাতা-জোহরা খাতুন, সাং-গোলারপাড়া, ওয়ার্ড নং-০৬, সাবরাং ইউনিয়ন, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার বলে জানা যায়।
৪। উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।