today visitors: 5073432

রাজশাহী-২ সদর আসনে এমপি বাদশা ও আ’লীগ মনোনিত প্রার্থী কামাল শোকজ

রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজশাহী-২ আসনের ওয়ার্কার্স পার্টির প্রার্থী ফজলে হোসেন বাদশা এমপি শোকজ করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান বিকাশ কুমার বসাক সাক্ষরিত শোকজ নোটিশ আজ সোমবার রাজশাহী-২ আসনে ওয়ার্কার্সপার্টির প্রার্থী ফজলে হোসেন বাদশা এমপি কাছে পাঠানো হয়েছে। একই সাথে স্বশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা চাওয়াও হয়েছে।

শোকজ নোটিশে বলা হয়েছে, ফজলে হোসেন বাদশা রাজশাহী-২ আসন থেকে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মনোনিত প্রার্থী। মনোনিত প্রার্থী হওয়া সত্ত্বেও আপনার পক্ষে দলীয় নেতা-কর্মীরা গত ৩ ডিসেম্বর নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
উক্ত সমাবেশে আপনার পক্ষে এবং আপনার নেতৃত্বে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নেয়ার আহবান জানানো হয়। উক্ত সমাবেশের ফলে জনগণের চলাচলের চরম প্রতিবন্ধকতা সৃষ্টি হয় যা স্থানীয় পত্রিকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়। ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এর ৬ (ঘ) নং বিধি অনুযায়ী কোন নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা উহার মনোনিত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাঁহাদের পক্ষে অন্য কোন ব্যক্তি জনগণের চলাচলের বিঘ্ন সৃষ্টি করিতে পারে এমন কোন সড়কে জনসভা কিংবা পথসভা করতে পারবেনা।
তাছাড়া, উক্ত বিধিমালার ১২নং বিধি মতে কোন নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা উহার মনোনিত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাঁহাদের পক্ষে অন্য কোন ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের ৩ সপ্তাহ সময়ের পূর্বে কোন প্রকার নির্বাচনি প্রচার শুরু করতে পারবেন না। উপরোক্ত মিছিল ও সমাবেশের মাধ্যমে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮’-এর ৬ (ঘ) ও ১২নং বিধি লঙ্ঘিত হয়েছে।

এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজশাহী-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী কামালকে শোকজ করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান বিকাশ কুমার বসাক সাক্ষরিত শোকজ নোটিশ আজ সোমবার রাজশাহী-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী কামালের কাছে পাঠানো হয়েছে। একই সাথে স্বশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
শোকজ নোটিশে বলা হয়েছে, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল রাজশাহী-২ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত প্রার্থী। মনোনিত প্রার্থী হওয়া সত্ত্বেও ৩ ডিসেম্বর শান্তি মিছিল ও সমাবেশ নিয়ে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার জিরো পয়েন্টে গিয়ে শেষ করেন। এতে নগরীর সাধারণ জনগণের চলাচলের বিঘ্ন বা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। উক্ত সমাবেশের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও সংবাদ মাধ্যমে প্রকাশ হয়।

এই প্রেক্ষিতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এর ৬ (ঘ) নং বিধি অনুযায়ী কোন নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা উহার মনোনিত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোন ব্যক্তি জনগণের চলাচলের বিঘ্ন সৃষ্টি করিতে পারে এমন কোন সড়কে জনসভা কিংবা পথসভা করতে পারবে না। উপরোক্ত মিছিল ও সমাবেশের মাধ্যমে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮’-এর ৬ (ঘ) নং বিধি লঙ্ঘন করেছেন।

এমতাবস্থায়, ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮’-এর ৬ (ঘ) নং বিধি লঙ্ঘনের দায়ে আপনার বিরুদ্ধে কেন নির্বাচন কমিশনে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না তত্মর্মে আগামী বুধবার বিকেল স্ব-শরীরে হাজির হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *