today visitors: 5073432

পটুয়াখালীর ৪ টি আসনে বৈধ প্রার্থী ২৪ জন

 

পটুয়াখালী প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র যাচাই- বাছাইতে পটুয়াখালী জেলার ৪ টি আসনে বিভিন্ন দলের বৈধ প্রার্থী ২৪ জন। ৪ জনের মনোনয়ন বাতিল।
সোমবার (৪ ডিসেম্বর) বিকাল ৪ টা পর্যন্ত মনোনয়ন পত্র যাচাই বাছাই সম্পন্ন শেষে জেলা রিটানিং অফিসার জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম তার অফিস কক্ষে বৈধ ২৪ জন প্রার্থীর নাম ঘোষনা করেন।
আসন ভিত্তিক বৈধ প্রার্থীরা হলেন- পটুয়াখালী-১ (সদর- মির্জাগঞ্জ- দুমকি) আসনে জাতীয় পার্টির এবিএম রুহুল আমিন হাওলাদার, জাসদের কেএম আনোয়ারুজ্জামান মিয়া চুন্নু, মুক্তিজোটের মহিউদ্দিন মামুন, আওয়ামীলীগের মোঃ আফজাল হোসেন, বিটিএফ এর মো. খলিল ও এনপিপির প্রার্থী মো. নজরুল ইসলাম। এ আসনে
ঋন খেলাপী হওয়ায় বাংলাদেশ কংগ্রেস’র নাসির উদ্দীন তালুকদার ও জাকের পার্টির মোঃ মিজানুর রহমান বাবুলের মনোনয়ন বাতিল করা হয়।
পটুয়াখালী ২ ( বাউফল) আসনে ৬ জন বৈধ প্রার্থীরা হলেন – আওয়ামীলীগের আ.স.ম. ফিরোজ, তৃনমূল বিএনপির মাহবুবুল আলম, বিএনএফ এর মো. জোবায়ের হোসেন, জাতীয় পার্টির মো. মহসীন হাওলাদার ও স্বতন্ত্র প্রার্থী হাসীব আলম। এ আসনে ৬ জন প্রার্থীই মনোনয়ন দাখিল করেছিলেন।
পটুয়াখালী-৩( গলাচিপা- দশমিনা) আসনে বৈধ ৭ জন হলেন- স্বতন্ত্র আবুল হোসেন, বিএনএফ এর এওয়াই এম কামরুল ইসলাম, আওয়ামীলীগের এস.এম শাহজাদা, তৃনমূল বিএনপির মো. ওবায়দুল ইসলাম, এনপিপির মো. ছাইফুর রহমান, জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম ও বাংলাদেশ সুপ্রীম পার্টির মো. নূরে আলম। আসনে ৭ জনই মনোনয়ন জমা দিয়েছিলেন।
পটুয়াখালী-৪ ( কলাপাড়া- রাঙ্গাবালী) আসনে বৈধ প্রার্থী ৬ জন হলেন স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম লিটন, জাতীয় পার্টির আঃ মন্নান হাওলাদার, বাংলাদেশ কংগ্রেস পার্টির জাহাঙ্গীর হোসাইন, জাসদের বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, আওয়ামীলীগের মো. মহিববুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী মো. মাহবুবুর রহমান।
এ আসনে ভোটার তালিকায় গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমানের মনোনয়ন বাতিল করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *