মুসলিমুজ্জামান বিপ্লব দিনাজপুর জেলা প্রতিনিধী
লিচুর রাজ্য খ্যাত জেলা দিনাজপুর। আর লিচুর রাজধানী বলা হয় বিরলকে। এবার সেই বিরল উপজেলাতেও চায়না কমলার চাষ করে রীতিমত আলোড়ন সৃষ্টি করেছে বিরলের এক যুবক। নাম তার শাকিল হোসেন সাদাত। নিজের প্রায় এক একর জমিতে চায়না কমলার চাষ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
বর্তমান সময়ে চাকরির মন্দা বাজারে চাকুরী নামক সোনার হরিণের পিছনে না ঘুরে নিজের পড়ে থাকা জমিতে কমলার বাগান করে সাফল্য এনেছেন সাদাত। তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে দূর-দূরান্ত থেকে প্রতিদিনই দর্শনার্থীরা ছুটে আসছেন এবং নিজেরাও বাগান করার পরামর্শ নিচ্ছেন।
উপজেলার ০৬নং ভান্ডারা ইউনিয়নের রামপুর ডাঙ্গাপাড়া গ্রামের শাকিল হোসেন সাদাত হোসেন। তিনি গ্রাজুয়েশন শেষ করে চাকুরীর পিছনে না ঘুরে নিজের পতিত প্রায় এক একর জমিতে ছোট জাতের চায়না জাতের কমলা চাষ করে। প্রায় দু’বছর আগে রোপন করা তার এই কমলা বাগানে বর্তমানে গাছের সংখ্যা ২০০টি।
Leave a Reply