টেকনাফ  কৃষি অফিসারের কারসাজিতে হোয়াইক্যংয়ের সার হ্নীলায় বিক্রি। স্হানীয় ডিলারদের অসন্তোষ।

 

জামাল উদ্দীন – কক্সবাজার প্রতিনিধি

টেকনাফের হ্নীলায় উপজেলা কৃষি অফিসারের কার সাজিতে হোয়াইক্যংয়ের চাষীদের জন্য বরাদ্ধকৃত সার হ্নীলায় এনে বিক্রি  করাতে  স্হানীয়   সরকার নিয়োগ কৃত বিসিআইসি সার ডিলারদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে।  এতে করে স্হানীয়  ডিলাররা তাদের নিজ এলাকার চাষীদের কাছে হেয়প্রতিপন্ন হচ্ছে  বলে অভিযোগ উঠেছে।
স্হানীয় হ্নীলাএজেন্সীর মালিক জালাল উদ্দিন জানান,হ্নীলাতে আমরা ২ জন বিসিআইসি সার ডিলার থাকা সত্ত্বেও হোয়াইক্যংয়ে নিয়োগ কৃত মাহবুব ব্রাদার্স  সার এজেন্সীর সাবডিলার  রফিক কিভাবে স্হানীয় সার ডিলারদের  উপেক্ষা করে
হোয়াইক্যং খারাংখালী থেকে হ্নীলা অবস্হান রত এনজিও সংস্হা মুক্তি কক্সবাজার কে  সার সরবরাহ করে,যেটা ডিলারশীপ আইনের পরিপন্থি এতে করে একজন ডিলারের আওতাধীন সকল চাষী/ কৃষক কে বিমূখ করাহচ্ছে,পাশাপাশি ব্যাবসায়িক ভাবে ও ক্ষতি করাহচ্ছে বলে জানান।  সে।এব্যাপারে মাহবুবব্রাদার্স এজেন্সির  সাব ডিলার রফিকের কাছে জানতে চাইলে সে বলেন উপজেলা  কৃষি অফিসার মোঃজাকিরুল ইসলাম ফোন করে বলেছেনএনজিও সংস্হা মুক্তিকক্সবাজার কে সার দিতে তাই দিয়েছি।
এবিষয়ে উপজেলা কৃষিঅফিসার মোঃ জাকিরুল ইসলাম  বলেন,হ্নীলা ইউনিয়নের কিছু কৃষক কে এনজিও সংস্হা মুক্তি কক্সবাজার  কৃষিপন্য বিতরণ করছে তার জন্য ডিলারদের  মাধ্যমে সার সরবরাহ দিতে উপজেলা  নির্বাহী অফিসার  বরাবর,আবেদন করেছেন এরইপরিপ্রেক্ষিতে মুক্তি কে সার সরবরাহ দিতে হ্নীলা  এজেন্সী কে চিঠি দেয়া হয়েছে।হ্নীলা  এজেন্সি সার সরবরাহ না দেয়ায় অন্যান্য এজেন্সি  কে সার সরবরাহ দিতে বলেছি####

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *