সাভারের একটি নির্মাণাধীন বহুতল ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

 

মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় একটি নির্মাণাধীন বহুতল ভবনের ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার আশুলিয়া ইউনিয়নের খেজুরবাগান এলাকার একরামুল হকের নির্মাণাধীন বাড়িতে এঘটনা ঘটে। নির্মাণ শ্রমিকের মৃত্যু হলেও বাড়ির মালিক তার মৃত্যুর কথা হেসে উড়িয়ে দেন। এলাকাবাসী জানায়,কোন প্রকার ভবন নিরাপত্তা বেষ্টনী ছাড়াই ওই নির্মাণাধীন পাঁচতলা বাড়ির ছাদে কাজ করছিলেন কয়েকজন নির্মাণ শ্রমিক।

এসময় কাজ করার সময় নির্মাণ শ্রমিক তোফাজ্জল তৌফিক কাট ভেঙে মাটিতে পড়ে গিয়ে মারা যায়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এলাকাবাসী ভবন মালিকের কঠোর শাস্তি দাবি করে নিরাপত্তা বেষ্টনী না দিয়ে কাজ করায় ভবনটি প্রশাসনকে সিলগালা করে দেওয়ার আহবান জানিয়েছেন।

 

নিহত নির্মাণ শ্রমিক নিহত তোফাজ্জল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নয়ন ছোকা গ্রামের মৃত আফতাদ হোসেনের ছেলে।

.
আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আরাফাত উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *