সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগ কার্যকরী পরিষদের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হল।

মাহমুদ সন্দ্বীপ।।

আজ ০৪ তারিখ সোমবার সকাল ১০ টায় সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগ এর বর্ধিত সভা অনুষ্ঠিত হয় উক্ত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন আলাউদ্দিন বেদন ও সাধারণ সম্পাদক মাঈনউদ্দিন মিশন এর সক্রালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান মিতা মাননীয় সংসদ।
উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুননেচ্ছা জেসি।
প্রধান অতিথির বক্তৃতায় মিতা বলেন, আমার বাবা সাবেক সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান সন্দ্বীপ বাসির অতান্ত আপন জন ছিলেন এবং সন্দ্বীপ বাসির উন্নয়নে কাজ করে গেছেন আমাকে আপনারা দুবার নৌকার এমপি বানিয়েছেন আমি ও আমার বাবার মত সন্দ্বীপ বাসির উন্নয়নে কাজ করে যাচ্ছি রাস্তা ঘাট কালবাট স্কুল কলেজ এর উন্নয়ন কাজ করছি এক কথায় সন্দ্বীপ এর যেখানে সমস্যা দেখছি সেখানে উন্নয়ন করার চেষ্টা করছি
মিতা আরো বলেন আমার ভুল ত্রুটি থাকতে পারে আমি ভুল এর উদ্ধে নয়।আমার ভুল গুলো ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন,আগামি ৭ তাঃ নৌকা কে বিজয় করতে আপনারা এগিয়ে যাবেন নৌকার কর্মি হিসেবে এটা আমার আপনার সবার নৈতিক দায়িত্ব,নৈত্রী আমাকে নৌকা উপহার দিয়েছেন আপনারা এই নৌকা ভোট দিয়ে আমরা যেন নৌকা নৈত্রী কে উপহার দিতে পারি, এবং সন্দ্বীপ এর উন্নয়ন যেন অব্যাহত রাখতে পারি, আমাদের প্রত্যেক টা নেতা কর্মী নৌকার বিজয় চিনিয়ে আনার জন্ন কাজ করবে আমি সেই আশা রাখছি,

বক্তব্য রাখেন চট্রগ্রাম উওর জেলা আওয়ামীলীগ এর সদস্য ফোরকান উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সদস্য এস এম আনোয়ার হোসেন,উপজেলা আওয়ামীলীগ এর সদস্য জসিম উদ্দিন, সহ উপজেলার অনন্য নেতা কর্মী গন বক্তব্য রাখেন,

বক্তৃতা করেন, পৌরসভা ছাত্রলীগ এর সেত্রুেটারি মেহেদী হাসান, সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহফুজুর রহমান সুমন, সেচ্ছাসেবকলীগ এর সন্দ্বীপ উপজেলার সদস্য সচিব মহিদুল শিকদার জিকু,বলেন সন্দ্বীপে আমাদের আগে কোন সেচ্ছাসেবকলীগ এর কমিটি ছিলনা আমরা দায়িত্ব নেওয়ার পরে প্রত্যেক ইউনিয়নে ও ওয়ার্ডে কমিটি গঠন করছি প্রত্যেক কমিটির লিস্ট আমি কেন্দ্রে জমা দিয়েছি।
বক্তৃতা করে উপজেলা শ্রমিকলীগ সেত্রুেটারি,
বক্তাতা করেন সন্দ্বীপ উপজেলা যুবলীগ এর সভাপতি ছিদ্দিকুর রহমান,সন্দ্বীপ উপজেলা কৃষকলীগ সভাপতি কামরুল হাসান আলাল,
মহিলা আওয়ামীলীগ নৈত্রী,
বক্ততা করেন সন্দ্বীপ এর প্রত্যেক ইউনিয়নের আওয়ামীলীগ যুবলীগ সেচ্ছাসেবকলীক ছাত্রলীগ ও সহযোগী সংগঠন এর এর সভাপতি ও সেত্রুেটারি গন,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *