রাউজানে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৬ জন

রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি

রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাবার বাগান এলাকায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক ও এক পুলিশ সদস্য সহ ৬ যাত্রী আহত হয়েছে। জানা যায়, জলিল নগরের দিকে আসা রানীরহাটমুখী ময়দাবাহী একটি ট্রাক বিপরীত দিকে আসা যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সিএনজি চালিত অটোরিকশাটি ধুমড়ে-মুচড়ে গিয়ে যাত্রী ও চালক আটকা পড়েন ।পরে স্থানীয়রা উদ্ধার করে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ,স্থানীয় একটি বেসরকারি হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। আহতরা হলেন, পুলিশ সদস্য মাসুম, সিএনজি চালক রাব্বি, অটোরিকশা যাত্রী মোতালেব মেম্বার ও দুই বছরের শিশুসহ ৬জন গুরুতর আহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *