কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরে কালিয়াকৈরে গরুর খড় বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ফ্লাইওভারের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ছেড়ে আসা গরুর খড় বোঝাই একটি ঢাকা যাচ্ছিল। যাওয়ার পথে ট্রাকটি সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় পৌঁছে। এসময় কয়েক জন দুর্বৃত্ত মোটরসাইকেল যোগে গিয়ে ওই ট্রাকের গতিরোধ করে। পরে ওই ট্রাকে অগ্নিসংযোগ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় আশপাশের লোকজন দ্রুত ছুটে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। ততক্ষণে ওই ট্রাকের পিছনে থাকা খড়গুলো পুড়ে যায়। আগুনে ট্রাকের তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা খোঁজ খবর নেয়া হচ্ছে।
Leave a Reply