আমি তোমাতে আসক্ত হে একাকিত্ম।

মো: আরমগীর হোসেন বিশেষ প্রতিনিধি তারাকান্দা ময়মনসিংহ।

🍁”শ্বাপদের আতুর ঘর আজ আমারি চারিপাশ।

সর্গ সুখি হতে চাই সবে,টাকার সাথে বসবাস”
রোদ্দুর গায়ে মেখে তোমার সাথে হাজার বছর হাঁটবো। তোমাকেই ভালোবাসবো,তোমাকেই আমার পৃথিবীতে চাইবো।তব তুমি কি নিবে তোমাতে আমায়।

`তুমি চাইলেই আমি হতে পারি নববসন্ত।
আমারি হৃদয়ে আগমনে তুমি আজ ক্লান্ত
দূর পথ হেটে এসে সম্পদহীনকে দেখে তুমি সর্বশান্ত।
সম্পর্কে সম্পদ খোঁজিয়া তুমি,হারালে আমায়
সুখ বিষবাষ্পে রোধিবে শ্বাস, জীবনে আসিবে অবসান।

“””” আমি তোমাতে আসক্ত হে একাকিত্ম “””””””

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *