সাধীন আলম হোসেন প্রতিনিধি প্রথম বুলেটিন
বিএনপি ছাড়া নির্বাচন সংকটপূর্ণ ও কঠিন হবে মন্তব্য
করে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেছেন, নির্বাচন সম্পর্কে কথা বলা এখন কঠিন। পক্ষে-বিপক্ষে এবং দেশের বাইরের বিভিন্ন শক্তি নানান ধরনের কথা বলছেন। কাজেই নির্বাচন প্রসঙ্গে অনুধাবন করা সহজ না। প্রথমত: দেশের রাজনৈতিক অবস্থা স্বাভাবিক নয়। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন করা যায় না।তিনি বলেন, নির্বাচন যেভাবেই হোক এটা এখন যুক্তরাষ্ট্র ও ইইউসহ বৃহৎ ক্ষমতাসম্পন্নদের ওপর নির্ভর করছে। যদি তারা সমর্থন করে- নির্বাচন ঠিক হয়েছে, তাহলে নির্বাচন টিকবে। যদি কোনো কারণে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন আপত্তি করে- নির্বাচন ঠিক হয়নি, তাহলে দেশ এক বিশৃঙ্খলা থেকে আরেক বিশৃঙ্খলার মধ্যে পতিত হবে। পরিস্থিতি ভয়াবহ হবে। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন, বিএনপিসহ বেশক’টি দল নির্বাচনে অংশগ্রহণ করছে না।