মো: আরমগীর হোসেন বিশেষ প্রতিনিধি তারাকান্দা ময়মনসিংহ।
প্রশাসনকে আরো সতর্ক হতে হবে,আপনাকে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন দিলে,আপনি আগে যাচাই করবেন তিনি আপনার ঊর্ধতন কর্মকর্তা কিনা,তারপর নিশ্চিত হলে আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ পালন করবেন,তাও যদি সঠিক এবং ভালো আদেশ হয়,তিনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা কিনা আপনি জানতে না পারলে আপনার সহকর্মী অন্য ভাই থেকে সহযোগিতা নিবেন।
কারণ এ ধরনের ঘটনাগুলো আমরা অহরহ দেখতেছি, রাস্তার মধ্যে ট্রাফিক পুলিশরা যখন গাড়ির কাগজপত্র চেক করে তখন ড্রাইভার দেখি কোন এক ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিয়ে ফোনটি ট্রাফিক পুলিশকে ধরিয়ে দেয়,তখনো কিন্তু ট্রাফিক পুলিশরা প্রতারিত হয়,কারণ যাকে ড্রাইভার ফোন করে ট্রাফিক পুলিশকে ধরিয়ে ফোনটি দিয়েছেন তিনি কোন ঊর্ধ্বতন কর্মকর্তা নন,তিনি একজন সাধারণ মানুষ,অনেক ড্রাইভারের মুখে ঘটনাগুলো আমি শুনেছি।
সেরকম এক প্রতারককে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট চট্টগ্রাম।