today visitors: 5073432

চুরি মামলার রহস্য উদঘাটনসহ চিহ্নিত চোর চক্রের সদস্য গ্রেফতার-০৩, চোরাই কভার্ড ভ্যান উদ্ধার।

মো: আরমগীর হোসেন বিশেষ প্রতিনিধি তারাকান্দা ময়মনসিংহ।

ঘটনা ও গ্রেফতারের বিবরণঃ
জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় ওসি ডিবি রুপন কুমার সরকার, পিপিএম (বার) এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এলআইসি টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি, ডাকাতি, অপহরণ, হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

তারই ধারাবাহিকতায় জনৈক হাফিজুর রহমান মিলন (৪৭), পিতামৃত- মােয়াজ্জেম হােসেন, সাং- দূর্গাপুর, থানা-বেনাপােল পাের্ট, জেলা-যশাের, এনআইডি নং-৪১২৯০০২৬৯৩৩২২ ও সংগীয় ট্রাক চালক মাসুদ রানা (৩৫), পিতা- রবিউল গাজী, সাং-শিকড়ী, থানা- বেনাপােল পাের্ট, জেলা-যশােরসহ থানায় হাজির হইয়া অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে এই মর্মে এজাহার দায়ের করে যে, তাহার নিজ নামীয় ০১টি কভার্ড ভ্যান, যাহার রেজিঃ নং- ঢাকা-মেট্রাে-ট-২২-২৯৬৯, মূল্য অনুঃ ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা। গত ইং- ৩০/১১/২০২৩ তারিখ রাত অনুঃ ০৮:০০ ঘটিকার সময় কভার্ড ভ্যানের চালক মাসুদ রানা (৩৫) আমার উক্ত কভার ভ্যানটি বনাপাল পার্ট থানাধীন স্থল বন্দরের ২নং গেটের সামনে পাঁকা রাস্তার উপর রেখে বাড়ীতে যায়। ইং-০১/১২/২০২৩ তারিখ ভাের ০৫:১৫ ঘটিকার সময় চালক মাসুদ রানা (৩৫) উক্তস্থানে গিয়ে দেখে তাহার কভার্ড ভ্যানটি নাই। ইং-৩০/১১/২০২৩ তারিখ রাত ০৮:০০ ঘটিকা হইতে ইং- ০১/১২/২০২৩ তারিখ ভাের ০৫:১৫ ঘটিকার মধ্যে যেকােন সময় অজ্ঞাতনামা চাের/চােরেরা তাহার উক্ত কভার্ড ভ্যানটি চুরি করিয়া নিয়া যায়। এ সংক্রান্ত বেনাপোল পোর্ট থানার মামলা নং-০৩, তাং- ০২/১২/২৩ খ্রিঃ, ধারা-৩৭৯ পেনাল কোড রুজু হয়েছে। মামলাটি এসআই রইচ আহমেদ তদন্ত করছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীর অবস্থান সনাক্তপূর্বক ০৩/১২/২৩ তারিখ ভোর রাত ০২:১৫ ঘটিকা হতে ০৪:৩৫ ঘটিকা পর্যন্ত কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ঘটনায় জড়িত আসামী (১) মাসুম (২০), (২) শাহিদুর রহমান (২৬), (৩) সিজান (২০)’দের গ্রেফতার করেন ও চোরাই কভার্ড ভ্যান উদ্ধার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামীরা সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য এবং চোরাই লাভবান হওয়ার উদ্দেশ্যে ঘটনাস্থল হতে কভার্ড ভ্যানটি চুরি করিয়া নিয়ে আসে।

আসামীর তথ্যঃ
(১) মাসুম (২০), পিতা- নজরুল ইসলাম,
(২) শাহিদুর রহমান (২৬), পিতা- তুহিন হোসেন,
(৩) সিজান (২০), পিতা- ইকবাল হোসেন বাবু, সর্বসাং- বাহাদুরপুর, থানা- কোতয়ালী, জেলা- যশোর।

উদ্ধারকৃত আলামতঃ
১। ০১টা কভার্ড ভ্যান।

“বাংলাদেশ পুলিশের শপথ-দেশের মানুষকে রাখবো নিরাপদ,
সত্য উদঘাটনে বদ্ধ পরিকর, যশোর জেলা পুলিশ”

ধন্যবাদান্তে-
পুলিশ সুপার, যশোর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *