![](https://prothombulletin.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
(কুড়িগ্রাম প্রতিনিধ)
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কুড়িগ্রাম জেলা উলিপুর উপজেলার পৌর ১ নং ওয়ার্ড মন্ডলপাড়া গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে ।
এতে পক্ষ প্রতিপক্ষের মোহাম্মদ আসাদুজ্জামান আহত হন, সরজমিন তদন্তে গেলে স্থানীয় লোকজন জানান দীর্ঘদিন ধরে শহিদুর রহমান আলমগীর ও আসাদুজ্জামান দের উভয়ের মধ্যে জমি জমা কে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল ।
হঠাৎ করে গতকাল শনিবার সকালে ০৯/৩০ মিনিটে শহীদুর রহমান আলমগীর, জমিতে ভেকু নিয়ে আসে, এতে আসাদুজ্জামান বাধা দিতে গেলে, শহিদুর রহমান আলমগীর, আসাদুজ্জামান এর উপর চড়াও হন, এতে পক্ষ প্রতিপক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষই সংঘর্ষে লিপ্ত হন । এতে আসাদুজ্জামান ডান হাতে গুরুতর আঘাত পান, পরে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় , আসাদুজ্জামানের শারীরিক অবস্থা খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম খান ক্লিনিকে ভর্তি করা হয়, বলে পারিবারিক সূত্রে জানা যায় । বর্তমানে খান ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে , এই ঘটনায় আলমগীরের সাথে ফোন নাম্বার না থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি ।
Leave a Reply