মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের পাঁচবিবি পল্লী বিদ্যুৎ সমিতির ৫নং ফিডারভুক্ত এলাকার পরিচালক পদে নির্বাচনে রফিকুল ইসলাম(সহকারী প্রধান শিক্ষক ) ছাতা মার্কা প্রতীক নিয়ে বিপুল ভোটে পরিচালক নির্বাচিত হয়েছেন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় রির্টানিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের প্রধান বাংলাদেশ পল্লীবিদ্যুতায়ণ বোর্ডের অভ্যন্তরীণ নিরিক্ষা পরিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) মোঃ আবুল খায়ের দফাদার ফলাফল ঘোষনায় তাকে বিজয়ী হিসাবে ঘোষনা করেন।
ঘোষিত ফলাফলে রফিকুল ইসলাম ছাতা প্রতীকে ভোট পান ২হাজার ১শ ৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রশিদ ফকির(মাস্টার) চেয়ার প্রতীকে ভোট পেয়েছেন ১ হাজার ২শ ৩৭ ভোট।
নির্বাচনে ৩৭ হাজার ৪শ ৭৯ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেছেন ৩হাজার ৪শ ৪১জন। শনিবার সকাল ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে পাঁচবিবি এলবিপি সরকারী উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সদ্য বিজয়ী পল্লী বিদ্যুৎ সমিতির ৫নং এলাকার পরিচালক রফিকুল ইসলাম বলেন, প্রতিপক্ষ আমার সমর্থিত ভোটারদের বিভিন্ন হয়রানি ও প্রভাবিত করার চেষ্টা করলেও সম্মানিত ভোটারদের উপস্থিতির কারণে এ বিজয় সম্ভব হয়েছে। তিনি বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিক, ভোটার, নির্বাচন সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।